বিশ্বকাপে ১৬ জনের স্কোয়াড চান শাস্ত্রী

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
১৫ জনের স্কোয়াড নয়, বিশ্বকাপের মতো বড় আসরে ১৬ জনের স্কোয়াড চান ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। এর যুক্তিসঙ্গত কারণও উপস্থাপন করেছেন তিনি।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপ উপলক্ষে সম্প্রতি নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আম্বাতি রায়ুডু এবং রিশভ পান্তের মতো ক্রিকেটাররা দলে জায়গা না পাওয়াতে আলোচনা চলছে পুরো ভারতজুড়ে। সেই প্রেক্ষিতে কথা বলার সময় শাস্ত্রী জানান,

'আমি নির্বাচকদের সঙ্গে যুক্ত নই। আমাদের যদি কোন মতামত থাকে আমরা তাহলে সেটা অধিনায়ককে জানাই। আপনার যদি ১৫ জনই নিতে হয় তাহলে কেউ না কেউ বাদ পরেই যা দুর্ভাগ্যজনক।
'আমি মনে করি স্কোয়াডে ১৬ জন থাকা উচিত। আইসিসিকে আমরা আগেও বলেছি, আসরটি অনেক লম্বা। ১৬ জন অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আমাদের ১৫ জন নিতে হচ্ছে।'
তবে বাদ পড়ে যাওয়া ক্রিকেটারদের হতাশ হতে মানা করেছেন তিনি। বরঞ্চ কেউ ইনজুরিতে পড়লেই ডাক মিলতে পারে যে কারো। রবি শাস্ত্রী জানান,
'তাঁদের ভেঙে পড়া উচিত নয়। এটা মজার খেলা। ইনজুরি হতে পারে যে কারো। তাই আপনি নিজেই জানবেন না যে কখন আপনার ডাক পড়ে।'