বিশ্বকাপে নতুন অধিনায়ক পেল শ্রীলংকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা দলের নেতৃত্ব দিবেন দলের ওপেনার দিমুথ করুনারত্নে। গত কয়েক বছরে দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং লাসিথ মালিঙ্গা শ্রীলংকার ওয়ানডে দলের নেতৃত্ব দিয়ে আসলেও বিশ্বকাপে নতুন নেতা পাচ্ছে শ্রীলংকা।
এখন পর্যন্ত মাত্র ১৭ টি ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী করুনারত্নে। যেখানে তাঁর সর্বোচ্চ হচ্ছে ৬০ রানের একটি ইনিংস, গড় ১৫.৮৩। যদিও লিস্ট 'এ' ক্রিকেটে তুলনামূলক সফল তিনি।

১২০ ম্যাচ খেলে ছয়টি সেঞ্চুরি পেয়েছেন, গড় ৩৫ এর কাছাকাছি। টেস্ট অভিষেকের পর থেকেই লঙ্কান বোর্ডের নজরে ছিলেন করুনারত্নে।
দুরন্ত পারফর্মেন্সে ২০১৮ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকাকে তাঁদের মাটিত?? হোয়াইটওয়াশ করার টেস্ট ম্যাচেও চান্দিমালের পরিবর্তে শ্রীলংকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
সম্প্রতি মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে করুনারত্নের। এদিক দিয়েও বিতর্কে আছেন তিনি।
এদিকে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশসহ অনেক দল স্কোয়াড ঘোষণা করলেও এখনও স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলংকা।