আড়ালের পারফর্মার ম্যাক্সওয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটে বলে নিয়মিত পারফর্মেন্সের পর ফিল্ডিংয়ে বিশ্বের অন্যতম সেরা গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে নিয়মিত দলের জয়ে অদৃশ্য ভূমিকা রাখলেও প্রাপ্য কৃতিত্ব পান না তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিতি পেলেও ক্রিকেট মাঠে ম্যাক্সওয়েলের সম্পূর্ণ সামর্থ্য আড়ালেই থেকে যায়।
ম্যাক্সওয়েলের ওপর মানুষের প্রত্যাশা বেশি বিধায় প্রাপ্য কৃতিত্ব পান না তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের মতে, সাদা বলের ক্রিকেটে ম্যাক্সওয়েল পূর্ণাঙ্গ ক্রিকেটার।

ফিঞ্চ জানান, 'ম্যাক্সির কাছে প্রতি ম্যাচেই মানুষের প্রত্যাশা থাকে আকাশ ছোঁয়া। কারণ মাঝে মাঝে সে অবিশ্বাস্য কান্ড করে বসে। কিন্তু মাঝে মাঝে মানুষ তাঁর প্রতি হতাশ হয়, কারণ মানুষ উপলব্ধি করে না সে কতটা দিচ্ছে দলের জন্য। সে যদি এক সিরিজে গড়ে ২০ রান করে, ফিল্ডিংয়েও ২০ রান কমিয়ে দেয়। সে দারুণ বোলিং করে, উইকেট শিকার করে। সবমিলিয়ে একটি ম্যাক্সওয়েল অসাধারণ প্যাকেজ।'
বর্তমান অজি দলে ম্যাক্সওয়েল ফিনিশারের দায়িত্ব পালন করে আসছেন। লোয়ার মিডেল অর্ডারে ম্যাক্সওয়েল সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন।
'এই মুহূর্তে ম্যাক্সওয়েলের ছয় নম্বরে খেলছে। যার কারণে ইনিংসের শেষের দিকে আমরা দ্রুত কিছু রান পাচ্ছি। এই জায়গা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম এবং সে এই ভূমিকা যথাযথভাবে পালন করছে,' বলেছেন ফিঞ্চ।