promotional_ad

'বল টেম্পারিং সব দেশই করছে অথবা শিখছে'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটে বল বিকৃতি কিংবা কৌশলের সাথে বলের ব্যবহার নতুন কিছু নয়। ক্রিকেট খেলুড়ে সব দেশই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক টেইলরের দৃঢ় বিশ্বাস, শুধু অস্ট্রেলিয়া নয়, সব দেশই বল বিকৃতি করে অথবা এটা করার উপায় খুঁজছে।


২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডসে বল বিকৃতি কান্ডে ধরা পড়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অজি সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার। তরুণ ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট নিষিদ্ধ হয়েছিলেন নয় মাসের জন্য। বেনক্রফট নির্বাসন শেষে আপাতত ঘরোয়া ক্রিকেট খেলছেন। স্মিথ-ওয়ার্নারের নির্বাসন শেষে হবে চলতি মাসের শেষের দিকে।



promotional_ad

নিউল্যান্ডসের এই ঘটনা ক্রিকেটের ন্যাক্কারজনক একটি অধ্যায় হলেও এটাকে প্রথম বলে মানতে নারাজ সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টেইলর। বিশ্ব ক্রিকেটে বল বিকৃতি অনেক দিন ধরেই চলছে। তাঁর ভাষায়,


'এটা (বল বিকৃতি) কতদিন ধরে চলছে খুঁজে বের করা দোষের কিছু নয়। এবারই কি প্রথম? নিঃসন্দেহে কৌশলের সাথে বলের ব্যবহার অনেক দিন ধরেই চলছে। আমি হলফ করে বলতে পারি প্রতিটি দেশ এমন করছে অথবা এমন করার পন্থা খুঁজছে। কিন্তু এখানে কোথাও এক জায়গায় বল ম্যানেজমেন্ট এবং বল টেম্পারিংয়ের মাঝে সীমারেখা তৈরি হয়েছে।'


বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে খেলছেন স্মিথ-ওয়ার্নার। রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন স্মিথ এবং ওয়ার্নার খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। বিশ্বকাপের আগে নিজেদেরকে প্রমাণ করতে মুখিয়ে আছেন এই দুই অস্ট্রেলিয়ান তারকা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball