ক্রিকেটে মাস্টার্স পাশ ডি কক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকান তারকা উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টিন ডি কক ক্রিকেট ক্যারিয়ার গড়তে গিয়ে স্কুল শেষ করতে পারেননি। তবে ক্রিকেটের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি আছে প্রোটিয়া দলের অন্যতম সদস্য ডি ককের।
স্কুল শেষ করতে না পারায় ২০১২ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডি কককে সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে অনেক কটূক্তি শুনতে হয়। অনেকে ডি কককে স্থুলবুদ্ধির ক্রিকেটারও বলে থাকে।

সম্প্রতি ক্রিকেট মান্থলির সাক্ষাৎকারে সকল সমালোচনার জবাব দিয়েছেন তিনি। 'আমার এই জায়গায় পৌঁছতে স্কুল বা ভার্সিটিতে যেতে হয়নি। আমি স্কুল শেষ করতে পারি নি, এইসব নিয়ে আমরা ড্রেসিং রুমে মজা করি। কিন্তু ক্রিকেটে আমার মাস্টার্স ডিগ্রি আছে।'
ডি ককের সাথে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে কোচ ও মনবিদ প্যাডি আপটনের। কোচ গ্যারি কার্স্টেনের ডেপুটি হিসেবে দক্ষিণ আফ্রিকা ও আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কাজ করেছেন তিনি। একই দলে সদস্য ছিলেন ডি কক।
ডি ককের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তোলা হলে প্যাডি আপটন বলেছেন, 'ডি ককের মতন একজনকে স্থুলবুদ্ধিসম্পন্ন যে বলবে সে নিশ্চয়ই বোকার স্বর্গে বাস করছে। বুদ্ধিমত্তা যাচাই করার জন্য এখনো ১৮০০ সালের আইকিউ পদ্ধতিকে মানদণ্ড ধরা হয় যা চিন্তাভাবনা, সৃষ্টিশীলতাকে অবহেলা করে।'
কুইন্টিন ডি কক ২০১২ সালে টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। ক্রমান্বয়ে ২০১৩ সালে ওয়ানডে ও ২০১৪ সালে টেস্ট অভিষেক হয় তাঁর। দেশের হয়ে এখন পর্যন্ত ৪০টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ৩৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী ডি কক।