promotional_ad

কোহলিদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে আইসিসি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভুগছে ভারত। তাই আইসিসিকে একটি চিঠির মাধ্যমে আসন্ন বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে নিরাপত্তা নিয়ে ভারতকে সব ধরণের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।


কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় সৈনিক উপর জঙ্গি হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত। সেই রেশ ধরে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে খেলতেও অনিচ্ছুক ভারতীয়রা। ক্রিকেট বিশ্বকে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতেও আহ্বান জানিয়েছে ভারত।



promotional_ad

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের খেলা নিয়ে বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। জঙ্গি হামলায় অনেকটা ভীত ভারত তাই বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে চিঠি পাঠিয়েছে। আইসিসিও ভারতকে নিরাপত্তা ইস্যুতে সন্তুষ্ট করার আশ্বাস জানিয়েছে।


আইসিসির চেয়ারম্যান মনোহর চিঠি প্রসঙ্গে বলেন, ‘বিসিসিআিই-এর কাছ থেকে চিঠি পেয়েছি। তাই নিরাপত্তার বিষয়টি সব সময়ই আমাদের মৌলিক প্রাধান্যের বিষয় বস্তু। ২ মার্চ আইসিসির বোর্ড মেম্বাররা সভায় মিলিত হবে।


'তখন বিশ্বকাপে আইসিসির নেওয়া পরিকল্পনার সবকিছু তুলে ধরা হবে। আমার মনে হয় এটা দেখার পর তারা সন্তুষ্ট হবে। যে কারোরই এমনটি হওয়ার কথা। অন্যান্য যেসব ইস্যু বিসিসিআই-এর চিঠিতে উল্লেখ আছে আমি সেগুলো বোর্ড মিটিংয়ে উপস্থাপন করবো।’



১৪ ফেব্রুয়ারি জঙ্গিরা পুলওয়ামাতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালিয়েছিল। যেখানে নিহত হয়েছে বাহিনীর অন্তত ৪৪ সদস্য। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball