ব্যাটসম্যানদের দুষছেন সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৫০ রানে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার বোলাররা দারুণ বল করে উইন্ডিজকে ১৯০ রানে আটকে দিয়েছিল।
তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ১৪০ রানে। ম্যাচ শেষে টাইগার ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। তবে বোলারদের প্রশংসা করেছেন তিনি।

'বল হাতে আমরা যেভাবে ফিরে এসেছি এটা দুর্দান্ত ছিল। আমি মনে করি লক্ষ্যটা ১৮০ এর মধ্যে থাকলে ভালো হতো। ব্যাট হাতে আমরা নিশ্চিত ছিলাম না কিভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাবো। আমরা দুর্দান্ত শুরু করেছিলাম, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি।'
উইন্ডিজের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে ভালো করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার. লিটন দ্বিতীয় ম্যাচে ৬০ রানের ইনিংস খেলার পর এই ম্যাচে খেলেছেন ৪৩ রানের ইনিংস।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন সাকিব। সঙ্গে মিরাজের বল হাতে ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি। বাংলাদেশ দল সব ক্ষেত্রে ভালো করলেও, এখনও কিছু কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে বলে জানিয়েছেন টাইগার দলপতি।
'এই সিরিজে অনেক খেলোয়াড় ভালো পারফর্মেন্স করেছে। লিটন ব্যাট হাতে দারুণ করেছে এবং মিরাজ বল হাতে। আমরা প্রায় সব ক্ষেত্রেই ভালো করেছি কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে উন্নতি প্রয়োজন।'