promotional_ad

সবথেকে কঠিন ব্যাটসম্যানের নাম জানালেন রাবাদা

কাগিসো রাবাদা, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকার পেস তারকা কাগিসো রাবাদা সম্প্রতি তাঁর দেখা সবথেকে কঠিন ব্যাটসম্যানের নাম ঘোষণা করেছেন। প্রোটিয়া এই স্পিডস্টার জানিয়েছেন এখন পর্যন্ত ভারতের অধিনায়ক ভিরাট কোহলির বিপক্ষে খেলতেই বেশি গলদঘর্ম হতে হয়েছে তাঁকে।  


ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী রাবাদা এই প্রসঙ্গে বলেছেন, 


'এখন পর্যন্ত ভিরাট কোহলি আমার দেখা সবথেকে কঠিন ব্যাটসম্যান যে কিনা প্রচুর রান করছে। আমি অন্য দলের বিপক্ষে এতটা খেলিনি।'



promotional_ad

যদিও কোহলির উইকেট নেয়ার অভিজ্ঞতা দুই বার আছে রাবাদার। এখন পর্যন্ত মোট ১১টি ওয়ানডে এবং ৬টি টেস্টে কোহলির মুখোমুখি হয়েছেন এই প্রোটিয়া পেসার। তবে ওয়ানডেতে তাঁকে দুইবার আউট করতে পারলেও টেস্টে সেই সাফল্য এখনও পাননি রাবাদা। 


এদিকে তরুণ এই পেসার তাঁরই বোলিং সতীর্থ ডেল স্টেইন প্রসঙ্গেও কথা বলেন। সাড়ে চারশর বেশি টেস্ট উইকেটের মালিক স্টেইন তরুণ প্রজন্মের জন্য আদর্শ স্বরূপ বলেই বিশ্বাস করেন রাবাদা। তিনি বলেন, 


'দক্ষিণ আফ্রিকার জন্য ডেল স্টেইনের অবদান অপরিসীম। সে তাঁর দলের জন্য অনেক ম্যাচ জিতেছে। সে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটারের জন্য অনেক বড় প্রেরণা।আমরা মাখায়া এনটিনি, শন পোলক কিংবা অ্যালান ডোনাল্ডের মত পেসারদের তৈরি করেছি। তরুণদের প্রেরণা যোগাতে তাঁরাই যথেষ্ট।'  


দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলে আসলেও এখন পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জয়ের সৌভাগ্য হয়ে ওঠেনি দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েও স্বপ্নভঙ্গের আক্ষেপে পুড়তে হয়েছে তাঁদের এর আগে। তবে রাবাদার বিশ্বাস এই সমস্যা দ্রুতই উত্তরণ করে বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পারবে প্রোটিয়ারা। তাঁর ভাষায়, 



'আমি মনে করি না খুব বেশি পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা এর আগে আসলেই অনেক কাছাকাছি গিয়েছিলাম এবং এটি শুধুমাত্র তুলির শেষ আঁচড় দেয়ার ব্যাপার। দক্ষিণ আফ্রিকা পরিচিত মূলত পেসার উৎপাদনের ক্ষেত্রে। এর আগেও আমরা এমনটা করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball