promotional_ad

এবার নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশের সুযোগ পাকিস্তানের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার পর এবার টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। রবিবার সিরিজের শেষ ম্যাচে জিতলেই সফরকারীদের হোয়াইট ওয়াশদের লজ্জায় ডুবাবে স্বাগতিক পাকিস্তান।


তবে নিউজিল্যান্ডের লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়ানোর। সেই পরের ম্যাচ গুলোর জন্য খানিকটা হলেও আত্মবিশ্বাস পাবে কেন উইলিয়ামসনের দল।


যেকারণে শেষ ম্যাচে দলে পরিবর্তন আনতে পারে কিউইরা। সেই প্রেক্ষিতে দলের বোলিং লাইন আপের ধার বাড়াতে একাদশে বাড়তি বোলার যোগ করতে পারে সফরকারীরা।



promotional_ad

অন্যদিকে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ার একাদশে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে পাকিস্তান। শোনা হচ্ছে এই ম্যাচে অভিষেক হতে পারে ওয়াকাস মাকসুদের।


নিজেদের শেষ পাঁচটি ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড তাই আত্মবিশ্বাসের দিক দিয়ে পিছিয়ে থাকবে তাঁরা। অন্যদিকে টানা ১১ টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করা পাকিস্তান তাঁদের শেষ আট ম্যাচেই জিতেছে।


দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১০টায় সফরকারীদের হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। 


পাকিস্তান একাদশ (সম্ভাব্য):  বাবর আজম, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও অধিনায়ক), ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহীন আফ্রিদি।



নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য):  কলিন মুনরো, গ্লেন ফিলিপস (উইকেটরক্ষক)  কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, মার্ক চ্যাপম্যান, কোরি অ্যান্ডারসন, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, ইশ সোধি, আইজাজ প্যাটেল, অ্যাডাম মিলনে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball