অস্ট্রেলিয়া যাচ্ছেন ক্রিস মরিস-মার্করামরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার তিন ম্যাচ ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।
ঘোষিত স্কোয়াডে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস। যিনি সাইডলাইন ইনজুরির কারণে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়া স্কোয়াডের বাইরে ছিলেন।

সেই সঙ্গে ব্যাটসম্যান ফারহান বেহারদিয়েন এবং ডুয়েইন প্রিটরিয়াসকেও দলে রেখেছে তাঁরা। তবে ইনজুরির কারণে দলে নেই হাশিম আমলা এবং জে পি ডুমিনি।
সিনিয়র দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে উইকেট রক্ষক হেনরিচ ক্লাসেন এবং এইডেন মার্করামকেও দলে রেখেছে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক ফাফা ডু প্লেসিসের অধীনেই সিরিজ খেলতে যাবে তাঁরা।
আগামী মাসের ৪ তারিখ মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুটি ওয়ানডে হবে ৯ এবং ১১ই নভেম্বর। আর ১৭ তারিখ সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে লড়বে দু'দল।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ফারহান বেহারদিয়েন, ডি কক (উইক), রেজা হেন্ডরিক্স, ইমরান তাহির, হেনরিচ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, লুঙ্গি এনগিডি, আনদিলি ফেহলুকেয়ো, ডোয়াইন প্রিটরিয়াস, কাগিসো রবদা, তাবারিজ শামসী, ডেল স্টেইন।