প্রথম হয়েও 'দ্বিতীয়তে' মুস্তাফিজ

ছবি: মুস্তাফিজুর রহমান, (ছবি- এসিসি)

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ফাইনালে টাইগারদের তুলে আনতে বল হাতে অগ্রণী ভূমিকা রেখেছেন বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে দশ উইকেট নিয়ে এবারের আসরের সেরা পাঁচ বোলারের মাঝে দ্বিতীয় স্থানে আছেন তিনি।
বল হাতে টাইগার এই পেসার নিয়মিত প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কচুকাটা করে ছেড়েছেন। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে মাত্র ৪.৪০ ইকোনমিতে ১০ উইকেট শিকার করেছেন তিনি।
তবে তারই সমান সংখ্যক উইকেট নিয়ে ইকোনমির দিক থেকে এগিয়ে থাকায় টুর্নামেন্টের সেরা বোলারের খেতাবটা নিজের করে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান।ওভার প্রতি মাত্র ৩.৭২ ইকোনমি রেটে রান খরচ করেছেন ছোট দলের বড় তারকা বনে যাওয়া এই লেগস্পিনার।
এছাড়াও সেরা পাঁচ বোলারের তালিকার আছেন শিরোপা জয়ী ভারতের তিন বোলার। মুস্তাফিজ, এবং রশিদের সমান উইকেট শিকার করলেও তাঁদের থেকে এক ম্যাচ বেশি খেলায় সেরা বোলারদের তালিকার তৃতীয় স্থানে আছেন কুলদীপ যাদব। তাঁর ইকোনমি রেট ৪.০৮।

যাদবের পর যথাক্রমে আছেন ভারতের আরও দুই বোলার জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। মোট ৪ ম্যাচে ৩.৬৭ ইকোনমি রেটে ৮ উইকেট শিকার করেছেন বুমরাহ। অপরদিকে বামহাতি অর্থোডক্স বোলার রবীন্দ্র জাদেজা সমান সংখ্যক ম্যাচে ৭ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।
এশিয়া কাপের সেরা পাঁচ বোলার-
১। রশীদ খান (আফগানিস্তান)- ১০টি উইকেট (ইকোনমি- ৩.৭২)
২। মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ১০টি উইকেট (ইকোনমি- ৪.৪০)
৩। কুলদীপ যাদব (ভারত)- ১০টি উইকেট (ইকোনমি- ৪.০৮)
৪। জাসপ্রিত বুমরাহ (ভারত)- ৮টি উইকেট (ইকোনমি- ৩.৬৭)
৫। রবীন্দ্র জাদেজা (ভারত)- ৭টি উইকেট (ইকোনমি- ৪.৪৫)