নেতৃত্ব স্বাভাবিকভাবেই আসবে- খাওয়াজা

ছবি: টিম পেইন ও উসমান খাওয়াজা

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে টিম পেইনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়নি কাউকেই। তবে এ নিয়ে খুব একটা সমস্যা হবে না দলের বলে বিশ্বাস করেন ওপেনার ওসমান খাওয়াজা।
তাঁর মতে অজি দলে অনেকেই আছেন যারা অধিনায়ক না হওয়া স্বত্বেও দলের বিভিন্ন সিদ্ধান্তে এগিয়ে আসেন। আর এই কারণে সমস্যা হওয়ার কথা নয়। উইকেট রক্ষক এই ব্যাটসম্যান বলেছেন,

'অধিনায়ক ছাড়াও এই দলে অনেকেই আছেন যাদের মাঝে নেতৃত্ব দেয়ার সহজাত বৈশিষ্ট্য আছে এবং তাঁরা তা সবসময় করে যাবেন। তাঁদের কাজের মধ্য দিয়ে নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটবে। আপনার এর জন্য কোন তকমার দরকার হবে না। এটা এমনিতেই চলে আসে।'
স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে আরও একটি সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম পেইন। পেইনের অধিনায়কত্ব নিয়ে ৩৩ টি টেস্ট খেলা ওসমান খাওয়াজা বলেছেন,
'অস্ট্রেলিয়ার বর্তমান দলটির অনেকেই বিভিন্ন দলের হয়ে অধিনায়কের ভূমিকা পালন করেছেন। কিন্তু দিন শেষে নিজের পারফর্মেন্সটিই আসল। তানাহলে আপনাকে তেতো কথা শুনতে হবে।'
উল্লেখ্য ৭ই অক্টোবর থেকে দুবাইয়ে শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ এবং ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট শেষ হবে ২০শে অক্টোবর।