এশিয়া কাপের হুমকি আফগানিস্তান

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন এশিয়া কাপে ফেভারিট কোন দল? চোখ বুজে যে কোন ধারাভাষ্যকার বলবে ভারতের নাম। আরব আমিরাতের কন্ডিশন বা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পাকিস্তানের কথাও বলবে কেউ।
আন্ডারডগ হিসেবে ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ দলেরও। আর শ্রীলংকা তো প্রতিটি বড় আসরের অঘোষিত ফেভারিট। তবে জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স বলছেন ভিন্ন কথা।
উপরিউক্ত চারটি দলের সম্ভাবনা দেখলেও বিশেষভাবে তার নজর থাকছে আফগানিস্তান দলের উপরে। বিশেষ করে আফগানিস্তানের বোলিং শক্তিমত্তা এবং আরব আমিরাতের কন্ডিশন বিবেচনা করে এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,

'আমি মনে করি এশিয়া কাপ আর বিশ্বকাপ জেতায় বোলাররা। আমার কাছে মনে হয় আফগানিস্তানের বোলিং লাইনআপ খুবই শক্তিশালী। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানদের নিয়ে দারুণ এক বোলিং লাইনআপ তাদের। আরব আমিরাতের উইকেটে তারা সমস্যায় ফেলতে পারে ব্যাটসম্যানদের।'
এদিকে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলা আছে আফগানিস্তান দলের। এই দলটির সাথে ম্যাচ (২০ই সেপ্টেম্বর) দিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
গ্রুপে বাংলাদেশের আরেকটি ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ১৫ই সেপ্টেম্বরের এই ম্যাচের মধ্য দিয়েই শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ।