আফগানদের শক্তিশালী দল ঘোষণা

ছবি: আফগানিস্তানের উইকেট উল্লাস

চলতি বছরের আগাস্টে আয়ারল্যান্ড সফরে যাবে আফগানিস্তান। আর সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টুয়েন্টি খেলবে তারা। এই সিরিজের জন্য ইতিমধ্যে ১৪ জনের টি টুয়েন্টি স্কোয়াড এবং ১৬ জনের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের বাছাই পর্বে খেলা আফগান টপ অর্ডার ব্যাটসম্যান হাসমাতুল্লাহ শহিদি ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন। দীর্ঘ তিন বছর ওয়ানডে ফরম্যাটে দলের বাইরে থাকা পেসার আফতাব আলমও রয়েছেন আইরিশদের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে।
ফাস্ট বোলার সাঈদ শিরজাদ ও ওয়াফাদার মোমান্দ প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন। এদিকে ২০১৬ সালে একটি টি টুয়েন্টি খেলা বাঁহাতি ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই ডাক পেয়েছেন টি টুয়েন্টি স্কোয়াডে।

২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সাফল্য পাওয়া বাঁহাতি ফাস্ট বোলার ফরিদ আহমেদও দলে আছেন এই সফরে। আর স্পিন আক্রমনে বিশ্ব নন্দিত লেগ স্পিনার রাশিদ খান আছেনই। তার সাথে আছেন আরেক স্পিন তারকা মুজিবুর রহমান।
টি টুয়েন্টি সিরিজ দিয়েই আগাস্টের ২০ তারিখ শুরু হবে এই সফর। আর সদ্য আইসিসির পূর্ণ সদস্য হওয়া দেশ দুইটি এই সফরে কোন টেস্ট সিরিজ পায় নি।
ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমেদী, ইহসানউল্লাহ, রহমত শাহ, আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারী, হাসমতুল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলাবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, সাঈদ শিরজাদ, দুলাত জাদরান, ওয়াফাদার মোমান্দ।
টি টুয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, হজরতুল্লাহ জাজাই, শফিকুল্লাহ শফিক, আজগর স্ট্যানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারী, মিরওয়াইজ আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলাবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, ফরিদ আহমেদ।