ম্যাচ সংখ্যা বাড়ছে বাংলাদেশের

ছবি:

অবশেষে আইসিসি প্রকাশ করলো ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি)। যেখানে নয়টি টেস্ট খেলুড়ে দেশের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ জায়গা করে নিয়েছে ওয়ানডে লীগ।
২০১৯ সালে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্ট খেলুড়ে দলগুলো শীর্ষস্থানের লড়াইয়ে তিনটি করে হোম ও অ্যাওয়ে টেস্ট সিরিজে লড়বে। এর ফাইনাল হবে ২০২১ সালের জুলাইয়ে।
জুলাই ২০১৮ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত বাংলাদেশের যত খেলাঃ-
২০১৮, ৪ জুলাই- ৬ আগস্ট– ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ।
৩ ডিসেম্বর, ২০১৮- ৪ জানুয়ারি, ২০১৯– বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ১ টি টি-টুয়েন্টি।
২০১৯, ৭ জানুয়ারি- ৮ ফেব্রুয়ারি– বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০১৯ সালের ফেব্রুয়ারি-মার্চ– নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০১৯, ১৩ মে- ১৭ মে– আয়ারল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০১৯, ২০ মে- ২৪ মে– আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ (তৃতীয় দল আফগানিস্তান)।
২০১৯, জুন-জুলাই– ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ।
২০১৯, অক্টোবর– অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০১৯, অক্টোবর– আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০১৯, নভেম্বর– ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০১৯, ডিসেম্বর– শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

২০২০, জানুয়ারি-ফেব্রুয়ারি– পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২০, ফেব্রুয়ারি– অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) সিরিজ।
২০২০, মার্চ– জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২০ সালের মে-জুন– আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২০ সালের জুলাই-আগস্ট– শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) সিরিজ।
২০২০ সালের আগস্ট-সেপ্টেম্বর– নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) সিরিজ।
২০২০ সালের সেপ্টেম্বর– এশিয়া কাপ।
২০২০ সালের অক্টোবর– নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২০ সালের ডিসেম্বর– শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ– নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২১ সালের জুন-জুলাই– জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২১ সালের অক্টোবর– ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২১ সালের অক্টোবর-নভেম্বর– আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ।
২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর– পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২১ সালের ডিসেম্বর– শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ।
২০২১ সালের ডিসেম্বর- ২০২২ সালের জানুয়ারি– নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চ– আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২২ সালের মার্চ– দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০২২ সালের জুন-জুলাই– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২২ সালের জুলাই-আগস্ট– জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২২ সালের সেপ্টেম্বর– এশিয়া কাপ।
২০২২ সালের অক্টোবর– আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
২০২২ সালের নভেম্বর– ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০২৩ সালের জানুয়ারি– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ– ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।
জানিয়ে রাখা ভালো, নতুন এই এফটিপিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আনা হয়েছে।