promotional_ad

বেতন বাড়ছে সালমা-জাহানারাদের

promotional_ad

মালয়শিয়ায় এশিয়া কাপ জয়ের পরে মিডিয়ার সামনে নতুন করে আসলো প্রমীলা ক্রিকেটারদের বেতন ভাতা প্রসঙ্গ। যেখানে পুরুষ ক্রিকেটাররা প্রতি মাসে আয় করছেন কয়েক লক্ষ্য টাকা, সেখানে নারী ক্রিকেটারদের দুর্বিষহ অবস্থা।


'এ' গ্রেডে থাকা ক্রিকেটাররা প্রতি মাসে পান ত্রিশ হাজার টাকা। বি ও সি গ্রেডে থাকা ক্রিকেটাররা পান যথাক্রমে বিশ এবং দশ হাজার টাকা করে। তবে এবার নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 


মেয়েদের সংবর্ধনা দেওয়ার দিন তিনি বলেন, 'এটার জন্য আমরা কমিটি করে দিয়েছি। সিরাজ ভাইকে (এনায়েত হোসেন সিরাজ) প্রধান করে। দুইদিনের মধ্যেই কমিটি আমাদের জানাবে মেয়েদের আর কি সুযোগ সুবিধা দেওয়া যায়, এগুলো নিয়ে।'



promotional_ad

এদিকে মেয়েদের বেতন বাড়ানোর প্রস্তাব এরই মাঝে বোর্ডকে দিয়েছেন এনায়েত হোসেন সিরাজ। নতুন স্কেলে 'এ' গ্রেডে ৫০ হাজার, বি গ্রেডে ৪০ হাজার, সি গ্রেডে ৩০ হাজার ও ডি গ্রেডে ২০ হাজার করার প্রস্তাব দেওয়া হয়েছে। 


ডেইলি স্টারকে সিরাজ জানান, "বিসিবি যে নারী ক্রিকেটারদের গুরুত্ব দেয়নি সেটা কিন্তু না। তা হলে আমাদের এশিয়া কাপ জয় করা হতোনা। কোচ, ফিজিও, মেয়েদের ট্রেইনিং সবকিছু নিয়েই বিসিবি সচেষ্ট ছিল। এটার প্রতিফলন হচ্ছে এশিয়া কাপ।"


এছাড়া নারী ক্রিকেটারদের জন্য ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball