নাসিরের সঙ্গী স্ট্রেচার

ছবি:

পায়ের ইনজুরিতে পরা নাসির হোসেনের সার্জারি অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। স্বনামধন্য সার্জন ডেভিড ইয়াংয়ের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই অপারেশন অনুষ্ঠিত হয়েছে।
আর মঙ্গলবার পর্যন্ত তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। স্ট্রেচারে ভর দিয়ে এখন হাটতে পারছেন তিনি। নিজের ফেসবুকে নাসির একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানেই দেখা যায় এমনটা। (ভিডিওটি দেখুন এই লিঙ্কে)
চলতি মাসের ১৯ তারিখের দিকে দেশে ফেরার কথা নাসিরের। যদিও এর একদিন পরেও দেশে ফিরতে পারেন তিনি, এমনটা জানা গিয়েছে।

জানিয়ে রাখা ভালো, নাসিরের চিকিৎসার খরচ অনেকটাই বহন করবে বোর্ড। যদিও সেখানে কিছুটা শর্ত বেঁধে দিয়েছে বিসিবি। আর তা হলো বোর্ড থেকে সর্বোচ্চ ৮ হাজার ডলার খরচ করা হবে এই অলরাউন্ডারের সার্জারি এবং আনুসাঙ্গিক খরচে। বাড়তি খরচের সবই নাসিরকে নিজে করতে হবে।
উল্লেখ্য ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়ে কয়েকদিন আগেই মাঠের বাইরে ছিটকে পরেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। যদিও এই বিষয়টি মিথ্যা বলে মিডিয়ার উপরে চটেছেন নাসির।
বিসিবির চিকিৎসক এবং ডেভিড ইয়ংয়ের দেয়া তথ্য মতে জানা যায় এ বছর আর ফেরা হচ্ছে না নাসিরের। সেক্ষেত্রে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর তো তিনি মিস করবেনই পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।