promotional_ad

বেতন বৈষম্যের ব্যাখ্যা দিলেন পাপন

promotional_ad

মালয়শিয়ায় এশিয়া কাপ জয়ের পরে মিডিয়ার সামনে নতুন করে আসলো প্রমীলা ক্রিকেটারদের বেতন ভাতা প্রসঙ্গ। যেখানে পুরুষ ক্রিকেটাররা প্রতি মাসে আয় করছেন কয়েক লক্ষ্য টাকা, সেখানে নারী ক্রিকেটারদের দুর্বিষহ অবস্থা।


'এ' গ্রেডে থাকা ক্রিকেটাররা প্রতি মাসে পান ত্রিশ হাজার টাকা। বি ও সি গ্রেডে থাকা ক্রিকেটাররা পান যথাক্রমে বিশ এবং দশ হাজার টাকা করে। তবে এই ব্যাপারে ছেলেদের সঙ্গে মেয়েদের তুলনার পক্ষে নন বোর্ড সভাপতি নাজমুল ইসলাম পাপন। 


সোমবারের সভা শেষে মিডিয়ার সামনে জানান, 'আপনারা প্রায় সময়ই বলেন ছেলেরা লাখ থাকা পায় ওরা এতো কম কেন? আসলে বিষয়টি তা না। ওদের (প্রমীলা ক্রিকেটারদের) বেতন কিন্তু আগে আরও কম ছিল। আমরা বাড়িয়েছি।



promotional_ad

'১৭ জনের সঙ্গে চুক্তি করেছি। 'এ' গ্রেডে ওরা এখন পায় ৩০ হাজার টাকা। আসলে সাকিব-তামিমদের সঙ্গে সবার তুলনা করলে তো হয়না। এদের (মেয়েদের) কেউ কেউ একেবারেই নতুন। তাদের কিন্তু আমরা ওভাবেই পারিশ্রমিক দিচ্ছি।'


উদাহরণ হিসেবে তুষার ইমরানের নামটা বেঁছে নেন বোর্ডের এই সর্বেসর্বা। তার ভাষায়, 'যেমন ধরেন তুষার ইমরান। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কিন্তু সে কম করেনি। কিন্তু পারিশ্রমিক কত পাচ্ছে? ২২ হাজার টাকা। এখন অবশ্য তারও বেড়েছে। তো ছেলেদের সাথে আসলে তুলনাটা ওভাবে যায় না।'


তবে বিসিবি প্রধান নিশ্চিত করেছেন খুব দ্রুতই প্রমীলা ক্রিকেটারদের চাহিদা নিয়ে সোচ্চার হবেন তারা। এজন্য অবশ্য একটি কমিটিও গঠন করেছে বিসিবি। পাপন জানান,



'এটার জন্য আমরা কমিটি করে দিয়েছি। সিরাজ ভাইকে প্রধান করে। দুইদিনের মধ্যেই কমিটি আমাদের জানাবে মেয়েদের আর কি সুযোগ সুবিধা দেওয়া যায়, এগুলো নিয়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball