চারটি অঞ্চল থেকে উঠে আসবে দেশের ক্রিকেটার

ছবি:

অবশেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসার যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করছে বিসিবি। আর তা হচ্ছে রিজিওনাল (অঞ্চল ভিত্তিক) ক্রিকেট অ্যাসোশিয়েসান নতুন ভাবে চালু করা।
বেশ কয়েক বছর আগে গঠন করা হলেও রিজিওনাল ক্রিকেট অ্যাসোশিয়েসান একেবারেই কার্যকরী ছিল না এর আগে। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সোমবার দিনের সভা শেষে ইঙ্গিত দিয়েছেন দারুণ কিছুরই।
'এই বিষয়ে (রিজিওনাল ক্রিকেট) আমরা একটি সংবিধান তৈরি করেছি। তবে সেটা এখনই আপনাদের জানাতে চাচ্ছি না। দেরি আছে বিষয়টির। এটা পাশ হতে হবে। সংবিধান পাশ হলে তখনই জানতে পারবেন।

'চারটি অঞ্চল নিয়ে আমরা কাজ শুরু করবো ভাবছি। আজকের মিটিং মূলত একারণেই ছিল। রিজিওনাল ক্রিকেট নিয়ে আলোচনা করেছি আমরা। এই চারটি অঞ্চল হচ্ছে চিটাগাং, সিলেট, রংপুর ও রাজশাহী।'
আর এই চারটি অঞ্চলে ওয়ার্কিং কমিটি বানানোর নির্দেশনাও দেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক। চিটাগাং, সিলেট, রংপুর ও রাজশাহীতে মিশন ঠিকঠাক ভাবে চললে পরবর্তীতে অন্যান্য অঞ্চলের দিকেও নজর দিবে বিসিবি।
মূলত এই চারটি অঞ্চলে কাজ চালাবে ওয়ার্কিং কমিটি। চারটি অঞ্চলে ওয়ার্কিং কমিটি বানানোর ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন তিনি। এছাড়া এই ওয়ার্কিং কমিটির কাজ কি হবে সেটাও জানিয়েছেন তিনি।
'আমরা এই চারটি অঞ্চলে ওয়ার্কিং কমিটি বানাব ঠিক করেছি। আমাদের বোর্ড কর্মকর্তা যারা যে রিজিওনে পড়েন সেই রিজিওনের কাউন্সিলরের সাথে বসে কমিটি বানাবেন।
'ওয়ার্কিং কমিটির কাজ হবে দুই রকম। ক্রিকেটারদের প্রশিক্ষন, রেসিডেন্স বা মিডিয়া নিয়ন্ত্রণ করা। আর রিজিওনাল ক্রিকেট প্রতিযোগিতা চালু করা। এই চারটি অঞ্চলে সফল হলে আমরা অন্যান্য অঞ্চলে দেখবো। ততদিনে আমাদের সংবিধান পাশ হয়ে যাবে।'