লাখপতি বনে যাচ্ছেন জাহানারা-রুমানারা

ছবি:

মালয়শিয়াতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে মালয়েশিয়ায় কিনরারা ওভাল ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে তারা।
ছয়বারের চ্যাম্পিয়নদের হারানো বাংলাদেশের ক্রিকেটাররা ইউএস বাংলা বিএস৩১৬ বিমানে করে সোমবার বিকাল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশে আসেন। দেশে ফিরেই সোজা চলে গি???েছেন সোনারগাঁও হোটেলে। যেখানে বিসিবির সভা চলছিল।
বেলা ৩টা থেকে শুরু হওয়া এই সভায় তারা পৌঁছান সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে। এদিকে আগেই শোনা গিয়েছিল দেশে ফিরেই বোর্ডের কাছে সংবর্ধনা পাবেন তারা। নারী ক্রিকেটারদেরকে দুই কোটি টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন নারী ক্রিকেটারদের এই সাফল্যের জন্য এই বোনাস ঘোষণা করেন। এই দলের সবাই পাচ্ছেন মোট দশ লক্ষ্য টাকা করে। এছাড়া আরও সুবিধা পাচ্ছেন তারা। বোর্ড প্রধানের ভাষায়,
'মেয়েদের তো বিসিবি ইতিমধ্যেই দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। তার মানে হচ্ছে এই দলে যারা আছেন প্রত্যেকেই পাচ্ছে দশ লক্ষ্য টাকা করে। এছাড়া টিম ম্যানেজমেন্টের জন্য আলাদা পুরস্কার থাকছে।
'এটার জন্য আমরা কমিটি করে দিয়েছি। সিরাজ ভাইকে প্রধান করে। দুইদিনের মধ্যেই কমিটি আমাদের জানাবে মেয়েদের আর কি সুযোগ সুবিধা দেওয়া যায়, এগুলো নিয়ে। এছাড়া এবার রুমানাদের মতো যারা বেশি ভালো খেলেছে তাদের জন্য অতিরিক্ত বোনাস থাকছে অবশ্যই।'