শিরোপা জিতবো কখনোই ভাবিনিঃ সালমা

ছবি:

এশিয়া কাপের শিরোপা অর্জন করবে প্রমীলারা, এমনটা ভাবতে পারেননি লাল-সবুজের ক্রিকেট প্রেমীরা। ঠিক একই রকম হয়েছে মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রেও। তাদেরও বিশ্বাস হচ্ছে না পুরো আসরে এতো সুন্দর পারফর্ম করে শিরোপা অর্জন করার বিষয়টি।
দেশে ফেরার পর অধিনায়ক সালমা খাতুন মিডিয়াকে বলেন, 'আমরা শিরোপা জিতবো তা কখনোই ভাবিনি। আমাদের মনে হয়েছিলো আমরা মাঠে নামবো এবং ভালো খেলবো। শিরোপা জেতার বিষয়টি মাথায়ই ছিলনা আমাদের। তবে এখন ভালো লাগছে।'
এদিকে ভারতকে ফাইনালে হারানোর শেষ মুহূর্তটি ক্যামেরায় ধারন করেছেন তামিম ইকবাল। সেসময় হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছিল। এই ভিডিও দেখে আনন্দে আত্মহারা সালমারা।

'তামিম ভাইয়া যে ভিডিও বের করেছে সেটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আসলে আমরা ভিডিও দেখার আগেই সারা বিশ্ব ভিডিওটি দেখে ফেলেছে। খুব ভালো লেগেছে যে ভাইয়ারা যে কাজটা করতে পারেনি, আমরা সেটা করে দেখিয়েছি।'
শেষদিকে কথা বলেছেন মালয়শিয়ায় নিজেদের কাটানো মুহূর্ত গুলো নিয়েও। মাঠে জয় তুলে নেওয়ার পাশাপাশি ড্রেসিং রুমেও সর্বদা আনন্দের মধ্যে থাকতেন সালমা-জাহানারারা। সালমার ভাষায়,
'ড্রেসিং রুমে সারাক্ষন আমরা অনেক মজা করতাম। অনেক.. যা আসলে বলেও বোঝানো যাবেনা। গান ছেড়ে দিতাম...বা অনেক ধরণের মজা করতাম। এটা আসলেই বলে বোঝানো সম্ভব না।'