promotional_ad

বাজে রেকর্ডে টাইগারদের হটিয়ে শীর্ষস্থান শ্রীলঙ্কার

promotional_ad

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে হারে লঙ্কানরা। এই হারের কারণে লজ্জার একটি রেকর্ডে নাম লিখালো শ্রীলঙ্কা। আর এই রেকর্ড গড়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে তারা।




ভারতের সাথে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে পর্যন্ত ২০১৭ সালে মোট ২৯টি ওয়ানডে খেলেছে লঙ্কানরা, যেখানে ২৩টি ম্যাচেই হেরেছে তারা। জয়-পরাজয়ে লঙ্কানদের অনুপাত ০.২১৭, যা ওয়ানডেতে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ খারাপ রেকর্ড (এক পঞ্জিকাবর্ষে)।





promotional_ad

উল্লেখ্য, এতদিন দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। ২০০৮ সালে করা এই বাজে রেকর্ডে বাংলাদেশের জয়-পরাজয়ের অনুপাত ছিল ০.২৮৫। সেবার ২৬ ম্যাচে পাঁচটিতে জয় ও বাকি ২১টি ওয়ানডেতে হেরেছিল টাইগাররা। 




এদিকে এই তালিকার হিসেবে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বাজে দল জিম্বাবুয়ে। ২০০৪ সালে ২৮ ওয়ানডে খেলে দুটি জয় এবং ২৫ টি ম্যাচে হারের স্বাদ পেয়েছিলো তারা। জয়-পরাজয়ের অনুপাত ছিল ০.০৮০।





জানিয়ে রাখা ভালো, সব মিলিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকলেও ২০১৭ সালের সবচেয়ে বাজে দল লঙ্কানরা! দ্বিতীয় অবস্থানে আছে ১৯ ওয়ানডে ১৩ টি ম্যাচ হারা ক্যারিবিয়রা (তিনটি জয়, তিনটি ফলশুন্য)। 




তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাপুয়া নিউগিনি এবং চতুর্থ দলটি বাংলাদেশ। এই বছর খেলা ১৪টি ওয়ানডে চারটি জয় ও সাতটি পরাজয় টাইগারদের। ফলশূন্য নিষ্পত্তি হয়েছে বাকী তিনটি ম্যাচ। জয়-পরাজয়ের অনুপাত ০.৫৭১।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball