promotional_ad

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি
২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ৫ ক্যাটাগরিতে ২২ ক্রিকেটার জায়গা পেয়েছেন। সদ্য ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিকুর রহিমও আছেন কেন্দ্রীয় চুক্তিতে। তাকে 'এ' ক্যাটাগরিতে রাখা হয়েছে। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

promotional_ad

সেই সঙ্গে বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে ২০২৫ সালের মার্চ থেকে মুশফিককে 'বি' ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে মাহমুদউল্লাহ নিজেই চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। ফলে মার্চ থেকে তার নাম কাটা পড়বে চুক্তি থেকে।


আরো পড়ুন

কলকাতার নতুন সহকারী কোচ গিবসন

৮ মার্চ ২৫
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন, ফাইল ছবি

চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন শুধু তাসকিন আহমেদ। আর ‘এ’ ক্যাটাগরিতে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম।


‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলে মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ‘সি’ ক্যাটাগরিতে সাদমান ইসলামের সঙ্গে আছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক।


আরও আছেন তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন শুধু দুই ক্রিকেটার। তারা হলেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। এই চুক্তি কার্যকর হয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত।



promotional_ad

কেন্দ্রীয় চুক্তির তালিকা:


‘এ+’ ক্যাটাগরি- তাসকিন আহমেদ


‘এ’ ক্যাটাগরি- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম


‘বি’ ক্যাটাগরি- মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা



‘সি’ ক্যাটাগরি- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী।


‘ডি’ ক্যাটাগরি- নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball