promotional_ad

ঢাকার ক্লাবদের অভিযোগের পর বিসিবির সংস্কার কার্যক্রম স্থগিত

বিসিবির লোগো
বিসিবির গঠনতন্ত্রের  প্রস্তাবিত সংশোধনী বাস্তবায়িত হলে বিসিবির সাধারণ পরিষদ ও পরিচালনা পর্ষদে দাপট কমবে ঢাকার ক্লাবগুলোর। এমন অভিযোগের ভিত্তিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন ঢাকার বিভিন্ন লিগের ক্লাবের প্রতিনিধিরা। এমনকি নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও চেয়েছিলেন তারা। তাদের এমন অভিযোগের পর স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম।

promotional_ad

সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার করছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তবর্তীকালীন সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় বিসিবির গঠনতন্ত্রও সংশোধনের সিদ্ধান্ত নেয়া হয়। নাজমুল আবেদিন ফাহিমকে প্রধান করে কমিটি গঠন করে দেয়ার পর শুরু হয় বিতর্ক। হঠাৎ করেই গণমাধ্যমের শিরোনাম হয়ে আসে গঠনতন্ত্র সংশোধন কার্যক্রমের বিষয়টি। 


আরো পড়ুন

টিকিট বিক্রির লভ্যাংশের ভাগ পাচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা

১৭ ফেব্রুয়ারি ২৫
দর্শকদের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

নতুন প্রস্তাবনায় ঢাকার ক্লাবের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠছে জেলা ও বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো। গুঞ্জন অনুযায়ী, বিসিবিতে ক্লাব কোটার পরিচালকের সংখ্যা ১২ থেকে ৪-এ নামিয়ে আনার প্রস্তাব করেছেন তারা। এ ছাড়া ২৫ জনের পরিবর্তে ২১ পরিচালকের প্রস্তাব দেয় নাজমুল আবেদিনের কমিটি। এমন খবর ছড়িয়ে পড়ার পর রাগে-ক্ষোভে ফেঁটে পড়েন ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরা। 


সিসিডিএমের আওতাধীন ঢাকার বিভিন্ন লিগের ৭৬টি ক্লাবের ৬৭ জন প্রতিনিধি মিলে সংবাদ সম্মেলন করে লিগ বর্জনের হুমকি দিয়েছিলেন। ২০ জানুয়ারি প্রথম বিভাগ শুরু হওয়ার কথা থাকলেও ক্লাবগুলো বর্জন করায় তা শুরু হয়নি। এ ছাড়া বিসিবি পরিচালক বর্তমানে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিনের পদত্যাগ দাবি করেছিলেন ক্লাবের প্রতিনিধিরা। তাদের এমন অভিযোগের পর সংস্কার কমিটির কার্যক্রমই স্থগিত করে দেয়া হয়েছে। 



promotional_ad

এমন খবর নিশ্চিত করে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘আপনারা জানেন যে গঠনতন্ত্র সংশোধনী একটি কমিটি গঠন করা হয়েছিল। আজকের পরে সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্ধন করা হবে। তাদের কাজের পরিধি এবং টার্মস অব রেফারেন্স তৈরি করার পরে বাকি কাজ করা হবে।’


গঠনতন্ত্র সংশোধনী কমিটিতে নাজমুল আবেদিনের সঙ্গে ছিলেন এনএসসির চেয়ারম্যানের পিএস সাইফুল ইসলাম, বিসিবির আইনি উপদেষ্টা কামরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মাহদি ও এ কে এম আজাদ হোসেন। তাদেরকে দায়িত্ব দেয়া হলেও তাদের কেউই বিসিবি কিংবা জাতীয় ক্রীড়া পরিষদে কিছু জমা দেননি বলে নিশ্চিত করেছেন মাহবুব আনাম। এ ছাড়া তিনি এও জানিয়েছেন, বাইরে যেসব কথা ঘুরছে সেগুলোর সবকটা সঠিক নয়। 


ভবিষ্যতে বিসিবির সংস্কার কমিটির পরিবর্তন ও পরিবর্ধন করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এ ছাড়া কমিটিতে স্টেকহোল্ডারদের যুক্ত করতে চায় বিসিবি। মাহবুব আনাম জানান, গঠনতন্ত্র সংশোধন আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন। কারণ এটা পুরোপুরি পাবলিক একটি তথ্য। এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘উনারা কোন পরিবর্তন বোর্ড সভাপতি বা বোর্ডের কারও কাছে জমা দেননি। এটাও নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছেও কোন কিছু জমা দেয়া হয়নি। এটাও আলাপ এসেছে যে পরিবর্তনের কথা বাইরে অনেকে বলছেন তার অনেক কিছুই সঠিক না।’



‘বিসিবি মনে করেছে প্রক্রিয়াটা আরও একটু স্বচ্ছ হওয়া দরকার। গঠনতন্ত্র সংশোধন এমন একটা জিনিস এখানে গোপনীয়তা নাই। কারণ এটা পাবলিক একটা তথ্য এবং এটি পাবলিকই থাকবে। এজন্য আমরা প্রথমত মনে করেছি তাদের কার্যক্রম স্থগিত করা দরকার। কারণ এখানে যে আলাপ-আলোচনাগুলো এসেছে এগুলো থামানো দরকার। একই সঙ্গে কমিটির পরিবর্তন এবং পরিবর্ধন দুটোরই প্রয়োজন রয়েছে। কারণ স্টেকহোল্ডাররা অন্তর্ভূক্ত থাকা প্রয়োজন, সেটাও বোর্ড মনে করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball