মিরাজ-শান্তদের জাতীয় দলে দেখে দারুণ আনন্দিত স্টুয়ার্ট ল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২ বছরের জন্য নেপালের প্রধান কোচ স্টুয়ার্ট ল

২৯ মার্চ ২৫
নেপালের নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্টুয়ার্ট ল। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের যুবাদের কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। তার সেই দলের শীষ্যদের মধ্যে মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা আন্তর্জাতিক ক্রিকেট মাতাচ্ছেন।


এটা দেখেই দারুণ আনন্দিত এই অস্ট্রেলিয়ান কোচ। যুব দলে খেলার সময়ই মিরাজ-শান্তদের দেখে ল বুঝে গিয়েছিলেন তাদের প্রতিভার কমতি নেই। এবারের মিশনে নতুন ক্রিকেটার তুলে আনার পাশাপাশি তাদের পর্যাপ্ত পরিচর্যা করতে চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচ।


promotional_ad

এ প্রসঙ্গে ল বলেছেন, ‘আমি ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছি। যেখানে মিরাজ-শান্তরা ছিল। ওদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখে আমার খুব ভালো লাগছে। এটা যে শুধুই তরুণ ক্রিকেটার তৈরির জায়গা, তা কিন্তু নয়। আমি জানি যে এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাই হওয়া উচিত মূল উদ্দেশ্য।’


আরো পড়ুন

দুই ‘মেহেদীকে’ নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

১৯ জুলাই ২৫
শেখ মেহেদী ও মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

যুব দল শুধু ক্রিকেটার গড়ারই জায়গা নয় এখানে থেকে ক্রিকেটাররা নিজেদের মানসিক বিকাশও করতে পারেন। এক সময় যুব দলের খেলা মিরাজ-শান্তরা এখন সংসারী। তাদের দেখে দারুণ আনন্দিত এই অজি কোচ।


তার ভাষ্য, ‘এটা মানুষ গড়ারও জায়গা। মিরাজ-শান্তদের যখন দেখি, ওদের বিশাল হাসি দেখতে পারি। ওরা খুব গর্বিত নিজেদের পরিবার নিয়ে। ওরা এখন বিবাহিত। ওরা ক্ষুদে ক্রিকেটার থেকে শুরু করে এখন বড় হচ্ছে। ক্রিকেটে তো অবদান রাখছেই, ক্রিকেটের বাইরেও অনেক কিছু করেছে। এটাই আমি চাই।’


মিরপুরে ফিরে পুরোনো অনেক পরিচিত মুখের সাক্ষাৎ পেয়েছেন ল। যাদের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে তার। তিনি বলেন, ‘ফিরে এসে ভালো লাগছে। আজ এখানে এসে কিছু পরিচিত, বন্ধুত্বপূর্ণ মুখ দেখতে পেলাম। অনেক ভালো স্মৃতি আছে এখানে। তাই ফিরতে পেরে ভালোই লাগছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যখন থেকেই আছি, আমার মনে হয়েছে এখানে অনেক প্রতিভা আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball