শঙ্কার মুখে প্রথম নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ। কিন্তু কভিড ১৯ এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটি নিয়ে শঙ্কায় রয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সঠিক সময়ে বিশ্বকাপের আসরটি আয়োজন করা যাবে কিনা সেটি নিয়ে দোলাচলে রয়েছে বিসিবি। তার উপর এই ব্যাপারে এখন পর্যন্ত আইসিসিও কোনো প্রকার দিকনির্দেশনা দেয়নি। বিসিবির নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলও খুব একটা আশাবাদী নন এই ব্যাপারে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।

নাদেল বলেন, 'অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হয়নি। আইসিসিও এখন পর্যন্ত কোনও নির্দেশনা দেয়নি। পরিস্থিতি বর্তমানে এমন যে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে। আশা করি ভাইরাসটি দ্রুতই চলে যাবে এবং আমরা প্রতিটি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো।'
টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে ধোঁয়াশা থাকলেও দল গঠন নিয়ে ঠিকই কাজ করছে বিসিবি। নাদেল জানিয়েছেন বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের একটি স্কোয়াড প্রস্তুত করা হয়েছে। যাদের মধ্যে বয়সভিত্তিক দল থেকে উঠে আসা ক্রিকেটারও অন্তর্ভুক্ত রয়েছে।
নাদেল বলেন, 'আমাদের যুব দল পুরোপুরি প্রস্তুত। আমাদের ৩০ জনের একটি স্কোয়াড রয়েছে যাদের অনেকেই এসেছে বয়সভিত্তিক দল থেকে। আমাদের গেম ডেভেলপমেন্ট কোচেরা তাদের সঙ্গে কাজ করছে। জাতীয় কোচিং স্টাফরাও তাদেরকে সাহায্য করছে।'
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য ৩০ সদস্যের এই দলটির জন্য একটি ক্যাম্প আয়োজন করারও পরিকল্পনা রয়েছে বোর্ডের বলে জানান নাদেল। তাঁর ভাষ্যমতে, 'আমরা এসকল মেয়েদের জন্য একটি ক্যাম্পেরও আয়োজন করবো যেন তারা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারে। আমরা এখনও জানি না যে টুর্নামেন্টটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আয়োজন করা যাবে কিনা। আমরা এই ব্যাপারে এখন পর্যন্ত অন্ধকারে রয়েছি।'