সবার কাছে দোয়া চাইলেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা সবার কাছে দোয়া চেয়েছেন। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শনিবার (২০ জুন) করোনা পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে।
আপাতত জ্বর আর মাথা ব্যথা ছাড়া তেমন কোনো সমস্যা নেই তার। এই ভাইরাসে আক্রান্ত হলেও তিনি আতঙ্কিত হচ্ছেন না। তাঁর বিশ্বাস সচেতনাই পারে এই রোগ থেকে মুক্তি দিতে।

করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে মাশরাফি বলেছেন, 'আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।'
দেশের সবাইকে আরও সতর্ক করে মাশরাফি বলেন, 'আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।'
গত দুদিন ধরেই জ্বরে ভুগছিলেন মাশরাফি। সেই সঙ্গে গায়ে এবং মাথা ব্যথা ছিল। এ জন্য শুক্রবার (১৯ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ফলাফল পজিটিভ আসার পর থেকেই নিজ বাসায় রোগমুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও জাতীয় দলের এই সাবেক অধিনায়ক তাদের সংস্পর্শে ছিলেন না।