promotional_ad

পাকিস্তানি ক্রিকেটারের আদর্শ রোহিত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন ইংল‌্যান্ড সফরে পাকিস্তান দলে ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার হায়দার আলী। চলতি বছর যুব বিশ্বকাপ খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে এক সেঞ্চুরি ছাড়া আর কোনো পারফরম্যান্স নেই তাঁর।


যদিও পাকিস্তান সুপার লিগে দারুণ খেলে হায়দার জায়গা করে নিয়েছেন পাকিস্তান দলে। দলে ডাক পেয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের দিনই চমকপ্রদ তথ্য দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


promotional_ad

তিনি জানিয়েছেন, তাঁর ব্যাটিং আদর্শ ভারতের ওপেনার রোহিত শর্মা। মারকুটে এই ভারতীয় ব্যাটসম্যানের মতো নিখুঁত শট খেলতে চান তিনি। আর রোহিতের মতোই তিন ফরম্যাটেই স্থায়ী হতে চান।


এ প্রসঙ্গে হায়দার বলেন, ‘আদর্শের কথা বললে, আমি বলবো আমার আদর্শ রোহিত শর্মা। খেলোয়াড় হিসেবে তাকে খুব পছন্দ করি এবং তার মতো করেই আমি দলকে আক্রমণাত্মক শুরু এনে দিতে চাই। তার মতো নিখুঁত শট খেলতে চাই। তিন ফরম‌্যাটেই তিনি অভিজ্ঞ এবং দ্রুত তিন ফরম‌্যাটে মানিয়ে নিতে পারেন।’


রোহিতের আগ্রাসী ব্যাটিং নিয়ে হায়দার বলেন, ‘নিজের ৫০ পূর্ণ হওয়ার পর দ্রুত ১০০ তুলে নেন। এরপর ১৫০, ২০০ এর চিন্তা করেন। আমি এটাই অনুসরণ করতে চাই। বড় রান করতে চাই।আমি যখনই মাঠে যাই বড় করার তাড়না কাজ করে। পাশাপাশি ম‌্যাচ শেষ করে আসার দারুণ ক্ষমতা তার। অসাধারণ একজন ম‌্যা??? উইনার সে।’


ব্যাটিং কোচ ইউনিস খানকে নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় ইউনিস খানের ক্লাসে বসতে চাই। আমি নিজেকে ভাগ‌্যবান মনে করছি এবার সেই সুযোগটি এসেছে। তার কাছ থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করবো। জানতে চাইবো কিভাবে তিন ফরম‌্যাটের জন‌্য নিজেকে তৈরি করা সম্ভব। সামনের তিন মাস আমার জন‌্য খুব রোমাঞ্চকর। আমি এ সফর উপভোগ করতে মুখিয়ে আছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball