promotional_ad

বড় ধরণের আর্থিক ক্ষতির শঙ্কায় আফতাব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মরণঘাতী করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ায় খেলোয়াড়দের পাশাপাশি বিপাকে পড়েছেন দলগুলোর কোচও। কারণ এবারের আসর শেষ পর্যন্ত মাঠে না গড়ালে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তাঁরা। প্রিমিয়ার লিগের দল লিজেন্ডস অফ রূপগঞ্জের প্রধান কোচ আফতাব আহমেদ এমনটাই নিশ্চিত করেছেন। 


খেলা মাঠে না গড়ালে এবছর যেসব ক্রিকেটারের সঙ্গে চুক্তি করা হয়েছে আগামী বছরও তাদেরকে নিয়ে দল গঠন করতে হবে ক্লাবগুলোকে। সেক্ষেত্রে নতুন করে কোনো পারিশ্রমিক পাবেন না কোচ এবং ক্রিকেটাররা। অর্থাৎ পুরো একটি বছর অনেকটা ফ্রিতে খেলতে হতে পারে তাদের। 



promotional_ad

এই প্রসঙ্গে আফতাব আহমেদ বলেন, 'অবশ্যই ক্ষতি হবে আমাদের জন্য, বিশেষ করে আর্থিক দিক থেকে বড় ক্ষতি হয়ে যাবে। কারণ একটা বছর আমাদের জন্য ক্ষতি, এই বছরের চুক্তিতেই আগামী বছর হবে যেহেতু একটা ম্যাচ হয়েছে আমি যতটুকু জানি। অর্থাৎ এই দল, এই খেলোয়াড়েরাই থাকবে সেক্ষেত্রে এবারের টাকা দিয়েই আগামীবার খেলতে হবে, কোচিং করাতে হবে। যা ক্রিকেটার ও কোচদের জন্য পুরো এক বছরের ক্ষতি।'


ক্রিকেটার এবং কোচদের জন্য এই ক্ষতি পুষিয়ে নেয়া যে বেশ কঠিন হবে সেটিও অকপটে স্বীকার করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। যদিও বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকাকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। 


আফতাবের ভাষ্যমতে, 'এটা পুষিয়ে নেয়াটা কঠিন হবে। কিন্তু শরীরতো আগে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকলে এসব পুষিয়ে নেওয়া যাবে। সুস্থ থাকাটাই এখন গুরুত্বপূর্ণ, অবশ্যই ক্ষতি তবুও সুস্থতাই এখন প্রাধান্য পাবে।'



করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউনে আছে গোটা দেশ। ফলে অখন্ড অবসর পেয়েছেন ক্রিকেটাররা। তবে কপাল পুড়েছে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের। কারণ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই সারা বছর সংসার চালাতে হয় তাঁদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball