এবার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে কোয়াব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে আসছেন ক্রিকেটার থেকে শুরু করে সমাজের অনেক বিত্তবান ব্যক্তিরা। দেশের অসহায় মানুষের জন্য তহবিল সংগ্রহের কাজ করছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার।
বসে নেই ক্রিকেটরদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব)। দুস্থ এবং খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংস্থাটিও তহবিল গঠনের ঘোষণা দিয়েছে।
বুধবার (এপ্রিল ০১) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। একই সঙ্গে সাহায্য পাঠানোর জন্য ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নম্বরও জানিয়ে দেয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
কোয়াবের উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে। এছাড়াও কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয়কে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটিতে জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং মুমিনুল হকও রয়েছেন।
ব্যাংক একাউন্ট:

One Bank Limited, Dhanmondi branch, Dhaka, Bangladesh. Account Name:
Cricketer’s welfare association of Bangladesh (CWAB),
Account no: 0130105469004
Swift code: ONEBBDDH
RN no : 165261184
প্রয়োজনে কেউ নিম্নোক্ত মোবাইল নম্বরেও যোগাযোগ করতে পারেন।
নাঈমুর রহমান দুর্জয়: +৮৮০১৭১১৫২৩০০৭
খালেদ মাহমুদ সুজন: +৮৮০১৭১৪৮৮১৯৪০
দেবব্রত পাল: +৮৮০১৭১১১৬৪৯২৫