promotional_ad

ঘরকে জিম বানিয়েছেন সৌম্য, মুশফিকরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাস থেকে বাঁচতে বর্তমানে লক ডাউনে আছেন দেশের বেশিরভাগ মানুষ। জাতীয় দলের ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। মরণঘাতী কভিড-১৯ এর প্রাদুর্ভাবে অনাকাঙ্ক্ষিত ছুটি পেয়ে গেছেন তাঁরা। তবে এর মাঝেও বসে নেই সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমরা।  


নিজেদের বাড়িকে জিম বানিয়ে ফিটনেস ধরে রাখার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে ঘরের মধ্যেই ব্যায়াম করছেন সৌম্য এবং মাহমুদউল্লাহ।  



promotional_ad

যেখানে দেখা গেছে নানাভাবে ব্যায়াম করছেন তাঁরা। বুক ডন থেকে শুরু করে ট্রেড মিলে দৌড়ানো পর্যন্ত সবকিছু করতে দেখা গেছে এই দুই ক্রিকেটারকে। অবসর সময়টি যে বসে থেকে ওজন বাড়াতে রাজি নন তাঁরা সেটি তাদের এই পরিশ্রম থেকেই বুঝা গেছে।  


আগের দিন নিজের ফেসবুক পেইজে একই ধরণের একটি ভিডিও শেয়ার করেন মুশফিকুর রহিমও। সেখানে দেখা যায় ট্রেডমিলে ঘাম ঝড়ানোর পাশাপাশি বুক ডন এবং ব্যাট হাতে শ্যাডো প্র্যাকটিস করছেন তিনি। ভিডিওটির নিচে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আজকের মতো শেষ। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’


মরণঘাতী করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সব ধরণের ক্রিকেট। এই সময়ের মাঝে নিজেদের ফিটনেস ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং ক্রিকেটারদের জন্য। তবে ভবিষ্যত নিয়ে যারা সিরিয়াস সেসব ক্রিকেটার ঠিকই ব্যায়াম করে ফিট থাকার চেষ্টা করছেন। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball