অনুশীলনের পাথেয় দিলেন জাতীয় দলের সাবেক মনোবিদ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে বেশ কিছুদিনের জন্য খেলা থেকে দূরে রয়েছেন ক্রিকেটাররা। ছন্দ এবং ফিটনেস ধরে রাখতে এই সময়টি বেশ চ্যালেঞ্জিং হোম কোয়ারেন্টাইনে থাকা ক্রিকেটারদের জন্য। তামিম, মুশফিকদের সেই দাওয়াই দিয়েছেন জাতীয় দলের সাবেক মনোবিদ আলী আজহার খান।
বর্তমানে কানাডাতে ক্রীড়া মনোবিদের দায়িত্ব পালন করা আজহারের মতে বাংলাদেশ তথা বিশ্বের প্রত্যেক ক্রিকেটার এখন কঠিন সময় পার করছেন। এমতাবস্থায় ইংরেজি দৈনিক ডেইলি সানকে দেয়া এক সাক্ষাৎকার সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ক্রিকেটারদের অনুশীলনের দুটি পদ্ধতি বলে দিয়েছেন আজহার।

জাতীয় দলের সাবেক এই মনোবিদ বলেন, 'আমি যখন কানাডা এবং বাংলাদেশে কাজ করতাম তখন পেশাদার খেলোয়াড়দের দুটি গুরুত্বপূর্ণ অনুশীলনের ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম। এই দুইটি অনুশীলন হলো ভিজুয়াল মটর রিহার্সাল এবং কিনেস্থেটিক ভিজুয়ালাইজেশন। দুই ধরণের অনুশীলনই বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষিত এবং স্কিলে উন্নতির জন্য দারুণভাবে কার্যকরী যদি ঠিকভাবে মানা হয়। কোয়ারেন্টিনের দিনগুলোতে সহজেই এগুলো অনুশীলন করা যায়।'
পেশাদার ক্রিকেটারদের স্কিলে উন্নতি করার ক্ষেত্রে অবসর সময়গুলো কাজে লাগানোর পরামর্শ দেন আলী আজহার। একই সঙ্গে মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আজহার বলেন, 'বর্তমানে আমাদের সবার একটাই কাজ, সেটা হলো বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তবে পেশাদার খেলোয়াড়েরা শুধু মাত্র টিভি দেখে এবং অবসর সময় কাটিয়ে বিলাসিতা করতে পারে না। স্কিল ধরে রাখার নিয়ম হলো আপনাকে সেটার ব্যবহার করতে হবে, তানাহলে আপনি এটা হারিয়ে ফেলবেন।'
২০১৪ সালে সর্বপ্রথম বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেন আলী আজহার। এরপর ২০১৮ সালে তাঁকে আবারো দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের মান???িক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।