promotional_ad

প্রিমিয়ার লিগে থাকছেন না বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলার কথা ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামিম পাটোয়ারির।


কিন্তু পায়ের ইনজুরি এবং মাধ্যমিক পরীক্ষার কারণে প্রিমিয়ার লিগের অধিকাংশ ম্যাচ খেলা হচ্ছে না তাঁর। বা পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ১৯ বছর এই বাঁহাতি ব্যাটসম্যান।



promotional_ad

পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে এক মাস সময় লাগবে তাঁর। একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার জন্য ক্রিকেট থেকে আরো এক মাস দূরে থাকতে হবে শামিমকে।


এর ফলে প্রিমিয়ার লিগে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামিম হোসেন পাটোয়ারী।


এখন পর্যন্ত প্রথম শ্রেণী ক্রিকেটে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তরুণ ব্যাটসম্যান শামিমের। যেখানে মাত্র দুই রান করেছেন তিনি। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ১৩ ম্যাচে ৩৭০ রান সংগ্রহ করেন এই বাঁহাতি। যেখানে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball