বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সাত ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেনসহ মোট সাতজন ক্রিকেটার। এই তালিকায় আরো আছেন আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ, এবং সাদমান ইসলাম।
অপরদিকে নতুন করে চুক্তিভুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখকে। এদের মাঝে শান্ত এবং মিঠুনকে রাখা হয়েছে তিন ফরম্যাটের ক্রিকেটেই।

তবে শুধু টেস্ট ফরম্যাটের জন্য চুক্তিভুক্ত করা হয়েছে মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেনকে। আর শুধুমাত্র ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব এবং নাঈম শেখকে চুক্তির আওতায় এনেছে বিসিবি।
বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকাঃ
নম্বর | ক্রিকেটারের নাম | লাল বল | সাদা বল |
১ | তামিম ইকবাল | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
২ | লিটন কুমার দাস | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
৩ | নাজমুল হোসেন শান্ত | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
৪ | মুশফিকুর রহিম | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
৫ | মোহাম্মদ মিঠুন | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
৬ | তাইজুল ইসলাম | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
৭ | মেহেদি হাসান মিরাজ | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
৮ | মুমিনুল হক | চুক্তিভুক্ত | |
৯ | নাঈম হাসান | চুক্তিভুক্ত | |
১০ | আবু জায়েদ রাহি | চুক্তিভুক্ত | |
১১ | এবাদত হোসেন | চুক্তিভুক্ত | |
১২ | মাহমুদউল্লাহ রিয়াদ | ------------- | চুক্তিভুক্ত |
১৩ | মোহাম্মদ সাইফউদ্দিন | ------------- | চুক্তিভুক্ত |
১৪ | মুস্তাফিজু রহমান | ------------- | চুক্তিভুক্ত |
১৫ | আফিফ হোসেন ধ্রুব | ------------- | চুক্তিভুক্ত |
১৬ | নাঈম শেখ | ------------- | চুক্তিভুক্ত |
২০১৯ সালের তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটারঃ
নম্বর | ক্রিকেটারের নাম |
১ | মাশরাফি বিন মুর্তজা |
২ | সাকিব আল হাসান |
৩ | ইমরুল কায়েস |
৪ | আবু হায়দার রনি |
৫ | সৈয়দ খালেদ আহমেদ |
৬ | রুবেল হোসেন |
৭ | সাদমান ইসলাম |
নতুন চুক্তিভুক্ত ক্রিকেটাররা (২০২০ সালের জন্য)
নম্বর | ক্রিকেটারের নাম |
১ | নাজমুল হোসেন শান্ত |
২ | মোহাম্মদ মিঠুন |
৩ | এবাদত হোসেন |
৪ | আফিফ হোসেন ধ্রুব |
৫ | নাঈম শেখ |