promotional_ad

মাশরাফি এখন আর অটোম্যাটিক চয়েজ নন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলে মাশরাফি বিন মুর্তজা আর অটোম্যাটিক চয়েজ নন। দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে প্রতিযোগিতা করেই তাঁকে দলে আসতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 


সম্প্রতি ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছেন মাশরাফি। অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু পাপন জানিয়েছেন পুরো ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে লড়াই করা মাশরাফিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বাকি পেসারদের সঙ্গেও। 



promotional_ad

রবিবারের বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি বলেন, 'খেলোয়াড় হিসেবে প্রত্যেকেরই সময় থাকে একটা। কখনো ফর্ম থাকে, কখনো থাকে না। বয়সের একটা ফ্যাক্টর, অবসরের একটা ফ্যাক্টর। এখন সে খেলার মধ্যে থাকতে চায় সেটা ফাইন। আমরা তাকে স্বাগত জানাই। তবে অন্যান্য খেলোয়াড়দের মতো তাকে প্রতিযোগিতা করে আসতে হবে।'


বোর্ড প্রধানের মতে ফিটনেস নিয়ে মাশরাফি নিজেও কিছুটা সন্দিহান। যদিও তার সামর্থ্য এবং হার না মানা মানসিকতা নিয়ে সন্দেহ নেই পাপনের। এই কারণে তাঁর বিশ্বাস নিজেকে প্রমাণ করে জাতীয় দলে খেলে যাবেন মাশরাফি।


পাপনের ভাষ্যমতে, 'আমার মনে হয় না যে সে নিজেই মনে করে না পুরোপুরি ফিট। আমি নিশ্চিত যে সে কিন্তু অসম্ভব জেদি এবং সে পেছনে হটার লোক না। সে যদি মনে করে আমি খেলবো এবং জাতীয় দলে ঢুকবো তাহলে আমি অবাক হবো না। দেখা যাবে কিছুদিন পরে সে সেরা বোলার হিসেবে ঢুকে পড়েছে। এতে আমি অবাক হবো না।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball