রানাতুঙ্গা-ইমরান খানদের পেছনে ফেললেন মাশরাফি

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচাইতে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। তবে শুধু দেশেই নয়, গোটা এশিয়া মহাদেশেই সফলতার দিক থেকে এগিয়ে আছেন অধিনায়ক মাশরাফি।
অধিনায়ক হিসেবে জয়ের শতাংশের দিক থেকে মাশরাফি পেছনে ফেলেছেন অর্জুনা রানাতুঙ্গা, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, ইমরান খান এবং অ্যাঞ্জেলো ম্যাথুসকে। দলকে ৮৮ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়া মাশরাফি জয় পেয়েছেন ৫০টিত???। যেখানে তাঁর জয়ের শতাংশ ৫৮.১৩।

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা ১৯৩ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে জয় পান ৮৯টিতে। তাঁর জয়ের শতাংশ ৪৮.৩৭। ভারতের কিংবদন্তি অধিনায়ক আজহারউদ্দিন এবং সৌরভ গাঙ্গুলিও মাশরাফির সমকক্ষ নন।
১৭৪ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেয়া আজহারউদ্দিন জয়ের দেখা পান ৯০টিতে। তাঁর জয়ের শতাংশ ৫৪.১৬। অপরদিকে বর্তমান বিসিসিআই সভাপতি গাঙ্গুলির অধীনে ১৪৭টি ওয়ানডে খেলে ভারত। যেখানে ৭৬টিতে জয় পান তিনি। তাঁর জয়ের শতাংশ ৫৩.৫২।
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ১৩৯ ম্যাচে দলকে নেতৃত্ব দেন। ৭৫ ম্যাচে জয় পাওয়া এই কিংবদন্তি অলরাউন্ডারের জয়ের শতাংশ ৫৫.৯২। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ম্যাথুস ১০৬ ম্যাচে ৪৯টিতে জয়ের দেখা পান। ৪৯ শতাংশ জয়ের মালিক তিনি।