promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরকে সামনে রেখে এরই মধ্যে দল গুছিয়ে নিয়েছে ক্লাবগুলো। গত আসরে আবাহনী লিমিটেডে খেলা মাশরাফি বিন মুর্তজাকে এবার দলে ভিড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি।


অপরদিকে তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমানদের দলে টেনেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুলদের নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সও গড়েছে শক্তিশালী দল। মুমিনুলদের সঙ্গে একই দলে খেলবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলী এবং শাহাদাত হোসেন।


এক নজরে দেখে নিন ডিপিএলে খেলোয়াড় অদল বদলের তালিকাটিঃ 


নাম্বার  খেলোয়াড়ের নাম  পূর্বের ক্লাব নতুন ক্লাব 
মুশফিকুর রহিম

লিজেন্ডস অফ রূপগঞ্জ


আবাহনী লিমিটেড 
লিটন কুমার দাস  

মোহামেডান স্পোর্টিং ক্লাব


আবাহনী লিমিটেড 
তাইজুল ইসলাম 

শেখ জামাল ধানমন্ডি


আবাহনী লিমিটেড 
আফিফ হোসেন 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব 


আবাহনী লিমিটেড 
নাঈম শেখ 

লিজেন্ডস অফ রুপগঞ্জ


আবাহনী লিমিটেড 
মাহমুদউল্লাহ রিয়াদ 

শেখ জামাল ধানমন্ডি 


গাজি গ্রুপ ক্রিকেটার্স
মেহেদি হাসান মিরাজ 

আবাহনী লিমিটেড 


খেলাঘর সমাজ কল্যাণ সমিতি 
আল আমিন হোসেন 

প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব


লিজেন্ডস অফ রুপগঞ্জ 
শফিউল ইসলাম 

মোহামেডান স্পোর্টিং ক্লাব


লিজেন্ডস অফ রুপগঞ্জ 
১০ মাশরাফি বিন মুর্তজা 

আবাহনী লিমিটেড 


শেখ জামাল ধানমন্ডি 
১১ এবাদত হোসেন 

ব্রাদার্স ইউনিয়ন


শেখ জামাল ধানমন্ডি 
১২ তামিম ইকবাল 

কলাবাগান ক্রীড়া চক্র


প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব 

১৩



promotional_ad
মোহাম্মদ মিঠুন 

আবাহনী লিমিটেড


প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব 
১৪ মুস্তাফিজুর রহমান 

শাইনপুকুর ক্রিক??ট ক্লাব


প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব 
১৫ তানজিদ হাসান সাকিব 

বিকেএসপি


আবাহনী লিমিটেড 
১৬ আমিনুল ইসলাম বিপ্লব

বিকেএসপি


আবাহনী লিমিটেড 
১৭ আরাফাত সানি 

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব


আবাহনী লিমিটেড 
১৮ রকিবুল ইসলাম রাজা 

ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব 


আবাহনী লিমিটেড 
১৯ মোহাম্মদ শহিদুল ইসলাম 

শেখ জামাল ধানমন্ডি


আবাহনী লিমিটেড 
২০ মেহেদি হাসান রানা 

গাজি গ্রুপ ক্রিকেটার্স


আবাহনী লিমিটেড 
২১ সবুজ বর্মণ 

উত্তরা স্পোর্টিং ক্লাব 


ব্রাদার্স ইউনিয়ন 
২২ মোহাম্মদ মানিক খান 

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব 


ব্রাদার্স ইউনিয়ন 
২৩ রাহাতুল ফেরদৌস জাভেদ 

মোহামেডান স্পোর্টিং ক্লাব 


ব্রাদার্স ইউনিয়ন 
২৪ মোহাম্মদ আব্দুল গফফার 

উত্তরা স্পোর্টিং ক্লাব 


ব্রাদার্স ইউনিয়ন 
২৫ রাশেদ আল মামুন 

গাজি গ্রুপ ক্রিকেটার্স


ব্রাদার্স ইউনিয়ন 
২৬ আব্দুল কাইয়ুম তুহিন 

বিকেএসপি


ব্রাদার্স ইউনিয়ন 
২৭ মোহাম্মদ নুরুজ্জামান 

মোহামেডান স্পোর্টিং ক্লাব 


ব্রাদার্স ইউনিয়ন 
২৮ মোহাম্মদ জাবিদ হোসেন 

শেখ জামাল ধানমন্ড


ব্রাদার্স ইউনিয়ন 
২৯ সাকলাইন সজীব 

মোহামেডান স্পোর্টিং ক্লাব



ব্রাদার্স ইউনিয়ন 
৩০ রাসেল আল মামুন 

গাজি গ্রুপ ক্রিকেটার্স


ব্রাদার্স ইউনিয়ন 
৩১ মোহাম্মদ সুজন হাওলাদার 

শাইনপুকুর ক্রিকেট ক্লাব


ব্রাদার্স ইউনিয়ন 
৩২ মোহাম্মদ মাইশুকুর রহমান 

গাজি গ্রুপ ক্রিকেটার্স


ব্রাদার্স ইউনিয়ন 
৩৩ মোহাম্মদ জসিমউদ্দিন 

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব


ব্রাদার্স ইউনিয়ন 
৩৪ আলাউদ্দিন বাবু 

মোহামেডান স্পোর্টিং ক্লাব


ব্রাদার্স ইউনিয়ন 

৩৫


তুষার ইমরান 

মোহামেডান স্পোর্টিং ক্লাব


ব্রাদার্স ইউনিয়ন 
৩৬ মুমিনুল হক 

লিজেন্ডস অফ রূপগঞ্জ


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৩৭ সৌম্য সরকার 

আবাহনী লিমিটেড 


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৩৮ আকবর আলী 

বিকেএসপি 


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৩৯ জাকির হাসান 

প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব 


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৪০ আরিফুল হক 

প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব 


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৪১ ইয়াসির আলী চৌধুরী 

ব্রাদার্স ইউনিয়ন


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৪২ নাহিদ হাসান 

উত্তরা ক্রিকেট ক্লাব


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৪৩ মুকিদুল ইসলাম মুগ্ধ 

বিকেএসপি 


গাজি গ্রুপ ক্রিকেটার্স
৪৪ ইমতিয়াজ হোসেন চৌধুরী  শেখ জামাল ধানমন্ডি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
৪৫ সৈয়দ খালেদ আহমেদ  শেখ জামাল ধানমন্ডি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
৪৬ মোহাম্মদ নুর আলম সাদ্দাম  প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব  খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
৪৭ মোহাম্মদ সালমান হোসেন ইমন  প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব খেলাঘর সমাজ কল্যাণ সমিতি

 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball