ভারতের বিপক্ষে হারের কারণ জানালেন নিগার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে পাওয়ার প্লে ও ডেথ ওভারে বাজে বোলিংকে দায়ী করছেন বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যান নিগার সুলতানা।
দারুণ ব্যাটিংয়ের জন্য ভারতের ব্যাটসম্যান শেফালি ভারমাকে কৃতিত্ব দিয়েছেন নিগার। সেই সঙ্গে বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ করেছেন বাংলাদেশের এই নারী ক্রিকেটার।

তিনি বলেছেন, 'বাংলাদেশ নারী দল পাওয়ার প্লেতে ভালো বোলিং করিনি আমরা। শেফালি ভারমা ওই সময় খুব ভালো ব্যাটিং করেছে। কিছু সুযোগও নষ্ট হয়েছে আমাদের। এরপর শেষ ৫ ওভারেও বোলিং ভালো হয়নি।'
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত অজি মেয়েদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়নি বাংলাদেশ নারীন দলের। প্রতিপক্ষ অচেনা হলেও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন নিগার।
তিনি বলেন, 'বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে খেলা হয়নি। তাই ওদের নিয়ে না ভেবে, আমরা আমাদের পরিকল্পনা নিয়েই ভাবছি। তারা বর্তমান চ্যাম্পিয়ন। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো মাথায় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে চাই।'