প্রতিপক্ষ অচেনা হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

ছবি: ছবিঃবিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের বিপক্ষে হার নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সালমাবাহিনী। হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
শেষ চারের লড়াইয়ের আগে এখনও হাতে তিনটি ম্যাচ আছে টাইগ্রেসদের। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে কোনো ফরম্যাটেই এখনও খেলেনি বাংলাদেশের মেয়েরা।

অচেনা প্রতিপক্ষ হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষ হলেও নিজেদের পরিকল্পনয় অটুট থাকতে চায় নারীরা। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।
উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, `আমরা এখনও অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো ফরম্যাটে খেলেনি। তাই আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই আগাবো। পরের ম্যাচে সব পরিকল্পনা কাজে লাগাতে চাই।'
`যদিও ওরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমরা এটা ভাবছি না। আমরা সব দিক দিয়ে ইতিবাচক থাকতে চাই। ইতিবাচক বিষয় নিয়ে মাঠ ছাড়তে চাই। পরের ম্যাচে সব কিছু কাজে লাগাতে চাই।' আরও যোগ করেন জ্যোতি।
ভারতের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে আছে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সালমাবাহিনী। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।