আশরাফুল-পিনাকের ব্যাটে জবাব দিচ্ছে পূর্বাঞ্চল
ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে ফরহাদ রেজার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮৬ রান সংগ্রহ করেছে দক্ষিণাঞ্চল। জবাবে ব্যাটিং করছে পূর্বাঞ্চল।
আশরাফুল-পিনাকের ব্যাটে জবাব দিচ্ছে পূর্বাঞ্চলঃ

ইতোমধ্যেই অর্ধশত রানের জুটি গড়েছেন পূর্বাঞ্চলের দুই ওপেনার পিনাক ঘোষ এবং মোহাম্মদ আশরাফুল। দুজনই ঠাণ্ডা মাথায় ইনিংসের ভিত গড়ে তুলছেন।
এর আগে বল হাতেও সফল ছিলেন আশরাফুল। মাত্র ১৩ রান খরচায় দুই উইকেট নিয়েছেন তিনি। তাঁর করা ছয় ওভারের মধ্যে তিনটিই মেডেন দেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৮৬/১০ (১৩৯ ওভার)
(রেজা ১০৩*, রাব্বি ৮৬, বিজয় ৭৬; আশরাফুল ২/১৩)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৫৪/০ (১৭ ওভার)
(পিনাক ২৯*, আশরাফুল ২৪*)