সেঞ্চুরির খুব কাছে ফরহাদ রেজা
ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ছয় উইকেটে ৩০৫ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করছে তারা।
সেঞ্চুরির খুব কাছে ফরহাদ রেজাঃ

শুভ, রাজ্জাকরা বিদায় নিলেও উইকেটে আছেন ফরহাদ রেজা। দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। শফিউল ইসলামকে সঙ্গে নিয়ে জুটি গড়েছেন তিনি।
বিসিএল ফাইনালে আশরাফুলের উইকেটঃ
ম্যাচের দ্বিতীয় দিনের সকালে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাককে বোল্ড করে বিদায় করেছেন তিনি।
এর আগে ৭৯ রান করা শামসুর রহমান শুভকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন সাকলাইন সজীব।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৫৮/৮ (১২৮.৪ ওভার)
(রেজা ৮১*, শফিউল ২৫*)