বিসিএল ফাইনালে উইকেট নিলেন আশরাফুল
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে ছয় উইকেটে ৩০৫ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করছে তারা
বিসিএল ফাইনালে আশরাফুলের উইকেটঃ

ম্যাচের দ্বিতীয় দিনের সকালে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাককে বোল্ড করে বিদায় করেছেন তিনি।
এর আগে ৭৯ রান করা শামসুর রহমান শুভকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন সাকলাইন সজীব। উইকেটে আছেন ফরহাদ রেজা।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৩৯৭/৮ (১১৬ ওভার)
(রেজা ৪৮*, শফিউল ০*)