সেঞ্চুরির দ্বারপ্রান্তে ইমরুল-ইয়াসির

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের বিপক্ষে ২৭২ রান করেছে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে আট উইকেট নেন নাঈম হাসান। দ্বিতীয় দিনে ব্যাটিং করছে পূর্বাঞ্চল।
সেঞ্চুরির দ্বারপ্রান্তে ইমরুল-ইয়াসিরঃ

আগের দিনই দুই ওপেনারকে হারায় পূর্বাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিনের শুরুর দিকে ফিরে যান প্রথম দিনের শেষ বিকেলে নাইটওয়াচ ম্যান হিসেবে নামা সাকলাইন সজীব।
২৭ রানে তিন উইকেট হারানো দলটি পুনরায় পথ খুঁজে পায় ইয়াসির আলী ও অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটে। দেখেশুনে খেলে ইতোমধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল ও ইয়াসির। দুজনই সেঞ্চুরির কাছাকাছি আছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২৭২/১০ (৮২.৪ ওভার)
(মুশফিক ১৪০, নাঈম ৩১; নাঈম ৮/১০৭)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ১৫৯/৩ (৬০.৩ ওভার)
(ইয়াসির ৭৩*, ইমরুল ৭৫*)