আমরা নিজেদের প্রমাণ করেছিঃ রাকিবুল

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পর বাংলাদেশ যুব দলের স্পিনার রাকিবুল হাসান জানিয়েছেন, তাঁরা দক্ষিণ আফ্রিকায় নিজেদের প্রমাণ করতে এসেছিলেন।
শিরোপা জিতে তাদের স্বপ্ন সত্যি হয়েছে। এক বছর ধরে এমন সাফল্যের জন্যই নিজেদের তৈরি করেছিলেন বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। কষ্ট সার্থক হওয়ায় দারুণ আনন্দিত বাংলাদেশের এই স্পিনার।

এ প্রসঙ্গে রাকিবুল বলেছেন, 'আমরা প্রমাণ করতে এসেছিলাম এখানে। সেটা আমরা পেরেছি। আমরা দারুণ খেলেছি। এটা অবিশ্বাস্য অনুভূতি। এটা আমাদের দারুণ অভিজ্ঞতা। আমরা পরিকল্পনা নিয়ে খেলেছি।'
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১৭৭ রানে অল আউট করে দিলেও। এই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আকবর আলী এবং রাকিবুল হাসান।
রাকিবুল বলেছেন, 'আমরা এটার জন্য একবছর কষ্ট করেছি। আমরা নিজেদের খেলাটা খেলতে চেয়েছিলাম।সেই পরিকল্পনা কাজে লাগিয়েই সফল হয়েছি।'