promotional_ad

বিসিবির বোর্ড সভায় নেয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


গত বছরের ডিসেম্বরে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন চুক্তিতে কারা আছেন, সেই বিষয়ে খোলাসা করে কিছু বলেননি বিসিবির এই কর্মকর্তা। কেন্দ্রীয় চুক্তি ছাড়া নিয়মিত কিছু এজেন্ডা নিয়ে এই সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
 
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, ‘অনেকগুলো এজেন্ডা আছে। রেগুলার কিছু এজেন্ডা থাকে অনুমোদনের জন্য। আমরা কাল পাকিস্তান সিরিজ নিয়ে আলাপ আলোচনা করব। এ ছাড়া কেন্দ্রীয় চুক্তির বিষয়টি নিয়ে আলাপ হবে। জানেন যে এটা ডিসেম্বরে শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা দেখিনি কেন্দ্রীয় চুক্তির লিস্টে কারা আছে।’



promotional_ad

কেন্দ্রীয় চুক্তির বাইরের এজেন্ডাগুলোর মধ্যে ভবিষ্যৎ সূচি নিয়েও পরিকল্পনা করা হবে এই সভায়। চলতি বছর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এ ছাড়া ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের আসার কথা রয়েছে বাংলাদেশে, এই সিরিজগুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে এই সাধারণ সভায়।


সভার এজেন্ডার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘২০২০ সালে আমাদের এফটিপি প্রোগ্রাম আছে। আমরা যাব আবার অস্ট্রেলিয়া আসবে। জিম্বাবুয়ে আসবে ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ড সফর আছে। এগুলো নিয়ে আলাপ আছে। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিষয় নিয়েও কথা বলব। ২৫টি কোম্পানি আগ্রহ দেখিয়েছে এখন পর্যন্ত।’


বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী মার্চে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে একটি সিরিজ আয়োজন করতে চলেছে বাংলাদেশ। ম্যাচগুলো ১৮-২২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কারা কারা এই সিরিজে অংশ নেবেন, সেটা এখনও নিশ্চিত হয়নি। এই সভাতেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নাম চূড়ান্ত হতে পারে। এমনই ধারণা দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির এই চেয়ারম্যান।



তিনি বলেন, ‘আমরা বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের ম্যাচ নিয়েও বৈঠক করব। এটা ১৮-২২ তারিখের মধ্যেই হবে। এর দিনক্ষণ এবং ক্রিকেটারদের নামগুলো ঠিক করব। এখনও চূড়ান্ত হয়নি। সময় লাগবে একটু। তবে এগুলো নিয়ে আলাপ আলোচনা আছে।’


এ ছাড়া পেস বোলিং কোচ হিসেবে ওটিস গিবসনকে নিয়োগ দেয়ার বিষয়েও আলোচনা হবে এই সভায়। কোচ নিয়োগের বিষয়টি এজেন্ডার মধ্যে না থাকলেও বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিসিবি। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball