বিপিএলে যুক্ত হচ্ছে নতুন মাত্রা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মাত্রা যুক্ত হচ্ছে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) কাউন্ট ডাউন দেখানোর ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার বিষয়টি জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান। এ বিষয়টি নিয়ে সম্প্রচারকারী কোম্পানির সঙ্গে কথা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘নতুন মাত্রা যোগ হচ্ছে আস্তে আস্তে। আমরা ভালো অবস্থায় আছি। আমরা একটা জিনিস সংযোজন করতে চাচ্ছি জায়ান্ট স্ক্রিনে। যেটা নিয়ে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেছি। ডিআরএসের যে কাউন্ট ডাউনটা হয়, এটা যেন জায়ান্ট স্ক্রিনে আমরা আনতে পারি। এটা আমরা করতে চাচ্ছি।’
বঙ্গবন্ধু বিপিএলের আসরটি ৩৪-৩৫টি ক্যামেরায় সম্প্রচার করা হচ্ছে। সেই সঙ্গে প্রথম থেকেই ডিআরএস সুবিধা রাখা হয়েছে। আল্ট্রা এজ দেখার সুবিধা থাকলেও ব্যয়বহুল হওয়ায় হটস্পট সুবিধা যোগ করা যায়নি বলেও জানিয়েছেন রকিবুল।
তাঁর ভাষ্যমতে, ‘এবার ৩৪-৩৫টি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। আমরা অ্যাঙ্গেলগুলো পাচ্ছি। আমাদের ডিআরএস আছে এবার। ডিআরএসে আমরা চারটি জিনিস এনেছি আপনারা জানেন। আল্ট্রা এজ তো আছেই। হটস্পট নেই। এটা খুব খরুচে। এটা আনা যায় না। সেদিক থেকে মনে হচ্ছে এখন পর্যন্ত ব্রডকাস্টিং ভালো হচ্ছে।’