জায়ান্ট স্ক্রিনে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বেশিরভাগ টিকেটই বরাদ্দ করা হয়েছে বিশেষ অতিথিদের জন্য। এই অনুষ্ঠানের টিকেটের প্রচুর চাহিদা রয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সর্বোচ্চ ৭-৮ হাজার টিকেট বিক্রি করবে। বাকি দর্শকদের জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।
সাতটি বিভাগে বড় পর্দায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর পরিকল্পনা করছে বিসিবি। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাতটি বিভাগের বিভিন্ন পয়েন্ট জায়ান্ট স্ক্রিন বসানো হবে।

পাপন বলেছেন, ‘আমরা যেহেতু মাঠে আসার সুযোগ করে দিতে পারছি না। চাহিদা কিন্তু অনেক বেশি। চাহিদা এক লাখের উপরে। আমার এখানে হবে হয়তো মোট ১০-১২ হাজার। আমাদের ধারণা অনুযায়ী। এটা ভিআইপিদের টিকিট দেয়ার পর বোঝা যাবে। এ ছাড়াও আমরা যেটা করেছি, আমরা কিছু পয়েন্ট ঠিক করেছি। সাতটি বিভাগে এটা দেখানো হবে। বড় পর্দায়।’
ঢাকায় টিএসসি, গুলশান, বনানি ক্লাব এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বড় পর্দায় দেখানো হবে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী। এ ছাড়া মিরপুরের স্থানীয় দর্শকদের কথা চিন্তা করে সিটি ক্লাব মাঠ বা অন্য আরেকটি মাঠে জায়ান্ট স্ক্রিন দিয়ে এই অনুষ্ঠান দেখানো হবে। যদিও এর ফলে টিকেটের চাহিদা কমবে না বলেই মনে করেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা নিজেরা আয়োজন করছি। ঢাকা শহরে আমরা কিছু পয়েন্ট ঠিক করেছি। টিএসসিতে, গুলশান বা বনানি ক্লাবে একটা, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে দেখাচ্ছি। মিরপুরে তো বিরাট দর্শক। এখানের দর্শকদের জন্য সিটি ক্লাব মাঠ বা অন্য কোনও মাঠে আমরা আয়োজন করছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা আয়োজন করার চেষ্টা করছি। এটা করে যে চাহিদা কমে যাবে, তা না। স্টেডিয়ামে তো এতো দর্শক আনা সম্ভব না।’