ওয়ার্নারের ম্যাচে পাকিস্তানের ইনিংস পরাজয়

ছবি: ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাডিলেডে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস এবং ৪৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অজিদের বিপক্ষে ইনিংস এবং ৫ রানের ব্যবধানে হেরেছিল আজহার আলীর দল।
দিবা-রাত্রির এই টেস্টে ডেভিড ওয়ার্নারের ৩৩৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩ উইকেটে ৫৮৯ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ৩০২ রানে গুটিয়ে পাকিস্তান। ফলোঅনে পড়ে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
৩ উইকেটে ৩৯ করে তৃতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। চতুর্থ দিন দ্বিতীয় সেশনের পর তাঁরা অল আউট হয়ে যায় ২৩৯ রানে। রোববার তৃতীয় দিন শেষে ইনিংস হার এড়াতেই পাকিস্তানের প্রয়োজন ছিল ২৪৮ রান। ব্যাটিংয়ে নেমে ওপেনার শান মাসুদ ৬৮ রান করে আউট হন।

আরেক অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক আউট হয়েছেন ৫৭ রান করে দুজনকেই নিজের শিকার বানিয়েছেন অজি স্পিনার নাথান লায়ন। এরপর দারুণ খেলতে থাকা ইফতেখার আহমেদকেও সাজঘরে ফেরান লায়ন।
আগের ইনিংসে সেঞ্চুরি করা ইয়াসির শাহ (১৩) এবং শাহীন আফ্রিদিকে (১) ফিরিয়ে পাঁচ উইকেটের বৃত্ত পূরণ করেন লায়ন। এক প্রান্ত আগলে রেখে ৪৫ রান করা মোহাম্মদ রিজওয়ান বোল্ড হয়েছেন জস হ্যাজেলউডের বলে।
শেষ দিকে মোহাম্মদ আব্বাস ১ রান করে রান আউট হলে পাকিস্তানের ইনিংস থামে ২৩৯ রানে। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৬৯ রানে নিয়েছেন ৫ উইকেট। ৬৩ রানে ৩ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ১টি উইকেট গেছে পেসার মিচেল স্টার্কের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ১২৭ ওভারে ৫৮৯/৩ (ওয়ার্নার ৩৩৫*, ল্যাবুশেন ১৬২; আফ্রিদি ৩/৮৮)
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৯৪.৪ ওভারে ৩০২/১০ (ইয়াসির ১১৩, বাবর ৯৭; স্টার্ক ৬/৬৬)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ ৮২ ওভারে ২৩৯/১০ (আগেরদিন ৩৯/৩, ফলোঅন) (শান ৬৮, শফিক ৫৭, রিজওয়ান ৪৫; লায়ন ৫/৬৯ হ্যাজেলউড ৩/৬৩)