স্বর্ণ জয়ের লক্ষ্য শান্ত-সৌম্যদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এসএ গেমসে অংশ নিতে রবিবার (১ ডিসেম্বর) নেপালের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা জানিয়েছেন স্বর্ণ জয়ের লক্ষ্যেই নেপাল যাচ্ছেন তাঁরা।
ডিসেম্বরে নেপালের আবহাওয়া ঠাণ্ডা থাকে। বিরুদ্ধ কন্ডিশনে খেলতে গিয়ে নিজেদের লক্ষ্য পূরণ করা কঠিন হবে। সেটা মেনে নিলেও অধিনায়ক শান্তর বিশ্বাস তিন দিন আগে যেহেতু নেপাল যাচ্ছেন তাঁরা, দ্রুতই সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।

এ প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘দুই-তিন দিন আগে যাচ্ছি যতটুকু ওখানে মানিয়ে নেয়া যায় চেষ্টা করব। আমরা খুব ভালো টাচে আছি। ভালো সম্ভাবনা আছে। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, অবশ্যই স্বর্ণ জেতা সম্ভব।’
দীর্ঘ আট বছর পর এসএ গেমসের এবারের আসরে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। সর্বশেষ ২০১০ সালে ঘরের মাঠের আসরে ক্রিকেটে স্বর্ণ পদক জিতেছিল বাংলাদ??শ। এবারও সেই লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশ।
সৌম্য সরকার জানিয়েছেন, চাপ সামলাতে পারলে ভালো করা সম্ভব। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘ফাইনাল খেলা, সেমিফাইনাল খেলার যে চাপ, এগুলো যদি নিতে পারি, এগুলো থেকে যদি ওভারকাম করতে পারি, বড় টিমের সাথে ভালো করতে পারব।’