সাদমান-শুভর হাফ সেঞ্চুরি

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রো।
সাদমান-শুভর হাফ সেঞ্চুরিঃ

আগে ব্যাটিং করতে নেমে ওপেনার আজমির আহমেদের (০) উইকেট হারায় মেট্রো। এরপর আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন শামসুর রহমান শুভ।
দেখেশুনে খেলে দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির করেই অবশ্য ফিরে যান শুভ। তাঁর ৫০ রানের ইনিংসে ছিল আটটি চারের মার। চট্টগ্রামের হয়ে হাসান মাহমুদ ও নাঈম হাসান একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ১৩৬/২ (৩৯.৩ ওভার)
(সাদমান ৫৮*, আইয়ুব ১৮*)